Manik Bhattacharya: ‘সুপ্রিম’ ধাক্কা মানিকের, ইডির গ্রেফতারি বৈধ, জানাল শীর্ষ আদালত
Manik Bhattacharya: শীর্ষ আদালতের তরফে মানিক ভট্টাচার্যের আর্জি খারিজ করে দেওয়া হল। ইডির গ্রেফতারি সঠিক বলেই জানানো হয়েছে।
নয়া দিল্লি: পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে আর্থিক দুর্নীতি মামলায় বড়সড় ধাক্কা খেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। সিবিআই তদন্তে রক্ষাকবচ পেলেও, ইডির গ্রেফতারি নিয়ে স্বস্তি পেলেন না পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান। শীর্ষ আদালতের তরফে মানিক ভট্টাচার্যের ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে যে আর্জি করেছিলেন, তা খারিজ করে দেওয়া হল। ইডির গ্রেফতারি সঠিক বলেই জানানো হয়েছে।
বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার ইডি এবং মানিকের আইনজীবীদের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্জ জানায়, ইডির মানিকের গ্রেফতার কোনও ভাবেই অবৈধ নয়। ইডির আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সিবিআই তদন্তের থেকে ইডির তদন্ত সম্পূর্ণ আলাদা। এর আগে সিবিআই তদন্তে বিধিনিষেধ আরোপ করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু ইডির তদন্ত এবং গ্রেফতারি নিয়ে কোনও নির্দেশ নেই শীর্ষ আদালতের তরফে। যদিও মানিকের আইনজীবী মুকুল রোহতগি যুক্তি খাঁড়া করেন, যে যুক্তিতে সিবিআই মানিককে গ্রেফতার করতে চাইছে, একই কারণে গ্রেফতার করেছে ইডি। পাল্টা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ইডির গ্রেফতারি সম্পূর্ণ আলাদা। একটি স্বাধীন তদন্তকারীর সংস্থার স্বাধীনভাবে তদন্ত করছে এ ক্ষেত্রে।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছিল ইডি। তথ্য লুকানো থেকে শুরু করে তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি, মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হওয়া চাকরিপ্রার্থীদের তালিকার প্রসঙ্গ টেনে বেআইনি নিয়োগের অভিযোগও করা হয়। এই তথ্য প্রমাণের ভিত্তিতেই ইডির বিশেষ আদালত মানিক ভট্টাচার্যকে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল বলে জানানো হয়।
এদিকে, মানিকের তরফে উপস্থিত আইনজীবী মুকুল রোহতগি জানান, এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা মানিক ভট্টাচার্যের বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। সিবিআই-র মামলায় মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টে যে রক্ষাকবচ পেয়েছেন, সেই নথিকে ব্যবহার করেই মামলা সাজাচ্ছে ইডি। বেআইনি নিয়োগ সংক্রান্ত মামলায় অনিয়মের অভিযোগ বাদ দিয়ে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেও দাবি করেন আইনজীবী। তিনি আরও অভিযোগ করেন, তাঁর মক্কেলের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এর জবাবে শীর্ষ আদালতের তরফে রাজ্যের আদালতেই আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে গত ১০ অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি।