ফের নিশানায় মণিপুরের মুখ্যমন্ত্রী? পুড়ে ছাই বাড়ির পাশের বাংলো, একটু হলেই শেষ হয়ে যেত…

Manipur: শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আগুন লাগে। ওই বিল্ডিংয়ের ঠিক পাশে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবন। দূরত্ব মাত্র কয়েকশো মিটার। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন।

ফের নিশানায় মণিপুরের মুখ্যমন্ত্রী? পুড়ে ছাই বাড়ির পাশের বাংলো, একটু হলেই শেষ হয়ে যেত...
মুখ্যমন্ত্রীর বাড়ির পাশেই ভয়াবহ আগুন।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 16, 2024 | 6:30 AM

ইম্ফল: মণিপুরে যেন নিভেও নিভছে না অশান্তির আগুন। হিংসা, খুনোখুনির পর এবার অগ্নিকাণ্ড। আগুন লাগল মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক পাশের বাড়িতে। বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার ওই বাড়িটি। দমকল বিভাগের তৎপরতায় রক্ষা পেয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন। কীভাবে এই আগুন লাগল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

মণিপুরের রাজধানী ইম্ফলে শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আগুন লাগে। ওই বিল্ডিংয়ের ঠিক পাশে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবন। দূরত্ব মাত্র কয়েকশো মিটার। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, এই অঞ্চলেই কুকি সম্প্রদায়ের একাধিক পরিবারের বসবাস এবং কুকিদের অফিসও রয়েছে।

পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর বাংলোর পাশে যে বাড়িটিতে আগুন লেগেছিল, তা প্রাক্তন আইএএস অফিসার তথা গোয়ার প্রাক্তন মুখ্যসচিব থাঙ্কখোপাও কিপগেনের। ২০০৫ সালে তাঁর মৃত্যু হয়েছে। বিগত কয়েক বছর ধরে বাড়িটি ফাঁকাই পড়েছিল। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে বাড়িটির নীচের তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, হিংসায় উত্তপ্ত মণিপুরে সম্প্রতিই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা হয়েছিল। জিরিবাম জেলায় এক ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে যে অশান্তির আগুন ছড়িয়েছিল, যার জেরে ৮০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, সেই অঞ্চল পরিদর্শন করতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সেই সময় তার কনভয় লক্ষ্য করে গুলি চলে। াহত হন এক নিরাপত্তারক্ষী।