Teacher Beaten: ছাত্রীর গায়ে ‘ব্যাড টাচ’, শিক্ষককে নগ্ন করে নিয়ে যাওয়া হল থানায়

শিক্ষককে মারধরের পাশাপাশি তাঁকে নগ্ন করে ঘোরানো হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ইন্দোরে। বুধবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। বুধবার সকালে তুকোগঞ্জ থানা এলাকায় ওই শিক্ষককে মারধর করা হয়েছে।

Teacher Beaten: ছাত্রীর গায়ে 'ব্যাড টাচ', শিক্ষককে নগ্ন করে নিয়ে যাওয়া হল থানায়
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 7:14 PM

ইন্দোর: নাবালিকা এক ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল বেসরকারি কোচিং সেন্টারের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ওই শিক্ষকের উপর চড়াও হলেন এক দল লোক। শিক্ষককে মারধরের পাশাপাশি তাঁকে নগ্ন করে ঘোরানো হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ইন্দোরে। বুধবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। বুধবার সকালে তুকোগঞ্জ থানা এলাকায় ওই শিক্ষককে মারধর করা হয়েছে। মারধরের পর তাঁকে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা।

এই ঘটনা নিয়ে তুকোগঞ্জ থানার স্টেশন-ইন-চার্জ জিতেন্দ্র যাদব সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, “এক জন নাবালিকা ওই কোচিং সেন্টারে পড়তে যেতেন। নিট পরীক্ষার প্রস্তুতির জন্য ওই কোচিং সেন্টারে যেত সে। সেখানকারই এক শিক্ষক ওই ছাত্রীকে একটি ক্যাফেতে ডেকেছিলেন। সেখানেই ওই ছাত্রীর গায়ে অভিযুক্ত শিক্ষক অশোভনভাবে হাত দেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ওই ছাত্রীকে অপর এক শিক্ষকও ধমকি দেন বলে অভিযোগ।”

ওই পুলিশ অফিসার জানিয়েছেন, নাবালিকার অভিযোগের ভিত্তিতে পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুই শিক্ষকের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি অভিযুক্ত এক শিক্ষককে নগ্ন করে মারধরে যাঁরা অভিযুক্ত তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওই পুলিশ অফিসার।