G20 Summit: নালন্দা মহাবিহারের স্মৃতি জি-২০ সম্মেলনে

নালন্দাকে বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম ধরা হয়। অত্যাধুনিক শিক্ষাব্যবস্থার অন্যতম নির্দশন তৈরি হয়েছিল এই নালন্দায়। এই নালন্দার অনেক কিছুরই জি-২০'র থিম বসুধৈব কুটুম্বকমের সঙ্গে মিল রয়েছে।

G20 Summit: নালন্দা মহাবিহারের স্মৃতি জি-২০ সম্মেলনে
পিছনে নালন্দার প্রতিকৃতি।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 8:49 PM

নয়াদিল্লি: জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছেন বিভিন্ন দেশের রাষ্টনেতারা। শনিবার জি-২০ বৈঠকের কনফারেন্সের স্থানে তাঁদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে মোদী তাঁদের স্বাগত জানিয়েছেন, তার পিছনে ছিল একটি ছবি। কিন্তু কোন জায়গার ছবি সেটি জানেন? জি-২০ থিমের নিরিখে কী গুরুত্ব রয়েছে সেই ছবির?

নালন্দা মহাবিহার ভারতের ইতিহাসে একটি গৌরবময় স্থান। পঞ্চম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই নালন্দা মহাবিহারের গৌরবের সময়। বুদ্ধ এবং মহাবীরের সময়ে প্রাচীন ভারতের জ্ঞানের চর্চার সাক্ষী এই নালন্দা। মুক্ত চিন্তা, বৈচিত্র, রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা- এ সবই গণতন্ত্রের মূল নীতি। নালন্দায় সে সবের উপস্থিতি বুঝিয়ে দেয় সে সময় কেমন ছিল ভারতের শিক্ষাব্যবস্থা।

নালন্দাকে বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম ধরা হয়। অত্যাধুনিক শিক্ষাব্যবস্থার অন্যতম নির্দশন তৈরি হয়েছিল এই নালন্দায়। এই নালন্দার অনেক কিছুরই জি-২০’র থিম বসুধৈব কুটুম্বকমের সঙ্গে মিল রয়েছে।

শনিবার ও রবিবার নয়াদিল্লিতে চলবে জি২০ সম্মেলনের বৈঠক। এই উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন। শুক্রবারই রাষ্ট্রনেতারা চলে এসেছেন দিল্লিতে। এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে মোদীর।