পুতিনে মুগ্ধ নমো, মস্কোর সঙ্গে সম্পর্ক আরও গাঢ় দিল্লির

India-Russia Relation : রাশিয়ার পূর্বাঞ্চলের ১১ প্রদেশের গভর্নরকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী।

পুতিনে মুগ্ধ নমো, মস্কোর সঙ্গে সম্পর্ক আরও গাঢ় দিল্লির
ছবি সৌজন্যে -পিটিআই
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2021 | 6:25 PM

নয়াদিল্লি : ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার দিকে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ইস্টার্ন ইকোনমিক ফোরামেও সেই কথা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতির মোকাবিলায় বিশেষ করে টিকাকরণের ক্ষেত্রে দুই দেশ যেভাবে একে অন্যকে সাহায্য করেছে, সেই কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শুধুমাত্র অতিমারি পরিস্থিতিতে একে অন্যের পাশে থাকাই নয়, বিশ্বব্যাপী বিদ্যুৎ শক্তির বাজারেও দুই দেশ একসঙ্গে কাজ করলে একটি স্থিতাবস্থা আসতে পারে বলেও মনে করছে তিনি। উল্লেখ্য, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ইস্টার্ন ইকোনমিক ফোরামে প্রতিনিধিত্ব করতে ভ্লাদিভস্টকে রয়েছেন।

ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। মহাকাশ গবেষণায় ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে গগণযান প্রকল্প চলছে। এছাড়া আগামী দিনে ভারতের অন্যতম বড় জাহাজ প্রস্তুতকারী সংস্থা মাজ়াগন ডকস লিমিটেড রাশিয়ার জ়ভেজ়ডার সঙ্গে যৌথ উদ্যোগে বেশ কিছু বাণিজ্যিক জাহাজ তৈরি করবে। পাশাপাশি, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উত্তরের সাগরপথে একসঙ্গে কাজ করবে ভারত ও রাশিয়া। আজ ইস্টার্ন ইকোনমিক ফোরামের সমাপ্তি অনুষ্ঠানে জানান নরেন্দ্র মোদী।

পূর্ব রাশিয়ার উন্নয়নে ভ্লাদিমির পুতিন যেভাবে কাজ করে আসছেন, তারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ২০১৯ সালে রাশিয়া সফরে গিয়েও পুতিনের পূবে তাকাও নীতির সাফল্য দেখে এসেছিলেন তিনি। রাশিয়া ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরতে গিয়ে নরেন্দ্র মোদি তাঁর ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-র কথাও উল্লেখ করেন।

আগামী দিনে হীরে, কয়লা, স্টিল ও কাঠের মতো অর্থকরী ক্ষেত্রগুলিতেও দিল্লি এবং মস্কো একসঙ্গে কাজ করতে পারে বলে আশাবাদী তিনি। রাশিয়ার পূর্বাঞ্চলের ১১ প্রদেশের গভর্নরকেও তিনি ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান আজ।

উল্লেখ্য, রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক ভি আপৎকালীন ব্যবহারের অনুমোদন দিয়েছেন ভারত। প্রাথমিকভাবে রাশিয়া থেকে টিকা আনা হলেও পরে বেশ কয়েকটি দেশ নিজেদের দেশেই স্পুটনিক ভি উৎপাদন করছে। গতমাসে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা প্যানাসিয়া বায়োটেক স্পুটনিক ভি-র আড়াই কোটি ডোজ় উৎপাদন করতে রাজি হয়েছে। রাশিয়ান সংস্থা জেনেরিয়ামের থেকে প্রয়োজনীয় সামগ্রী নেবে প্যানাসিয়া। এরপর প্যানাসিয়া ডাঃ রেড্ডির ল্যাবরেটরির মাধ্যমে সেগুলি সরবরাহ করবে।

এর আগে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড জানিয়েছিল, সেপ্টেম্বর মাস থেকে ভারতে আরও বেশি পরিমাণে স্পুটনিক ভি উৎপাদন করা হবে। বলা হয়েছিল, ভারত স্পুটনিক ভি-র একটি বড় উৎপাদন কেন্দ্র হয়ে উঠতে পারে।

এই সবের পাশাপাশি, বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখলে, ভারতের সঙ্গে রাশিয়া এবং অন্যান্য শক্তিধর দেশগুলি সম্পর্ক আরও মজবুত হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সেদিক থেকে দেখলেও ইস্টার্ন ইকোনমিক ফোরামে আজ নরেন্দ্র মোদীর এই ভাষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। আরও পড়ুন : কাবুলে আপাতত নিরাপদেই রয়েছে ভারতীয় দূতাবাস, সময়ে বেতনও পাচ্ছেন কর্মীরা