AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army : ঠান্ডাও হার মেনেছে তাঁর লড়াইয়ের কাছে, সিয়াচেনের নিরাপত্তায় প্রথম মহিলা হিসেবে ইতিহাসে শিবা

Indian Army : ছোট থেকেই ভারতীয় সেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন শিবা। উদয়পুর থেকে শেষে করেন স্কুলের পড়াশোনার পাঠ। পাশ করেন সিভিল ইঞ্জিনিয়রিংও।

Indian Army :  ঠান্ডাও হার মেনেছে তাঁর লড়াইয়ের কাছে, সিয়াচেনের নিরাপত্তায় প্রথম মহিলা হিসেবে ইতিহাসে শিবা
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 6:31 PM
Share

নয়া দিল্লি : হাড়-কাঁপানো ঠান্ডা। ওই ঠান্ডার বিরুদ্ধে লড়াই সবথেকে বড় চ্যালেঞ্জ। সূর্যের প্রখর আলোও যেন সেখানে তার তেজ হারিয়ে ফেলে। সঙ্গে রয়েছে শ্বাসকষ্টের সমস্যা। বছরভর তাপমাত্রা থাকে মাইনাস ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। কথা হচ্ছে ভারতের অন্যতম দুর্গম পার্বত্য এলাকা সিয়াচেন নিয়ে। এবার এই সিয়াচেনেই দেশবাসীর রক্ষায় ভারতীয় সেনা (Indian Army) ঘাঁটিতে পোস্টিং পেলেন রাজস্থানের শিবা চৌহান (Shiva Chouhan)। তাঁর নিয়োগের সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে গেল নয়া রেকর্ড। শিবাই দেশের প্রথম মহিলা যিনি সিয়াচেনের মতো দুর্গম এলাকায় নিজের দায়িত্ব সামলাবেন। তবে জীবনের শুরুটা আর পাঁচ মেয়ের মতো হলেও ১১ বছরেই মোড় ঘোরে রাজস্থানের উদয়পুরের শিবার জীবনে। চিরতরে হারিয়ে ফেলেন বাবাকে। বাবার মৃত্যুর পর তাঁর বেড়়ে ওঠার যাবতীয় দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে। 

তবে ছোট থেকেই ভারতীয় সেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন শিবা। উদয়পুর থেকে শেষে করেন স্কুলের পড়াশোনার পাঠ। পাশ করেন সিভিল ইঞ্জিনিয়রিংও। তবে ছোটবেলায় দেখা স্বপ্নকে পূরণ করতে বরাবরই মরিয়া ছিলেন শিবা। পড়াশোনার পাঠ শেষ করে কঠোর পরিশ্রম করে OTA (অফিসারস ট্রেনিং আকাডেমি)-তে যোগ দেন। সেখানে নতুন উদ্যোমে চলতে থাকে প্রশিক্ষণ। সূত্রের খবর, ২০২২ সালের জুলাই মাসে কার্গিল বিজয় দিবস উপলক্ষে সিয়াচেনে ওয়ার মেমোরিয়াল থেকে কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত সুদূর দুর্গম পথে একটি সাইকেল অভিযান অনুষ্ঠিত হয়। তাতে অংশ নিয়েছিলেন শিবা। ৫০৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অভিযান শেষ করেন তিনি। তাতেই তাঁর স্বপ্ন পূরণের রাস্তা আরও সুগম হয়ে যায়। 

এই সাফল্যের পরেই রেজিমেন্টে  তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে সিয়াচেন ব্যাটল স্কুলে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন শিবা। প্রসঙ্গত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার ফুট উচ্চতা বিশিষ্ট কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহে সাধারণ ভারতীয়রা যেতে পারেন না। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া এই এলাকায় যাওয়া একপ্রকার অসম্ভব। কিন্তু, পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধ ক্ষেত্রেই এবার দেশের নিরাপত্তার গুরুদায়িত্ব সামলাতে চলেছেন শিবা। অন্যদিকে বিগত ৪০ বছরের মধ্যে সিয়াচেনে কখনও কোনও মহিলা সেনা অফিসারকে মোতায়েন করা হয়নি। বিশ্বের শীতলতম যুদ্ধক্ষেত্রে এবার ডিউটিতে নিযুক্ত হয়ে নয়া রেকর্ড করে ফেললেন শিবা। ইতিমধ্যেই নতুন দায়িত্বের জন্য তাঁকে শুভেচ্ছ বার্তা জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।