MP: ভিডিয়ো: খেলতে খেলতে ৪০ ফুটের কুয়োয় বালক, বন্ধুর তৎপরতায় বাঁচল প্রাণ

সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলায়। সেখানেই বাড়ি পবন জৈনের। তাঁর বাড়ির উঠোনেই রয়েছে ৪০ ফুটের গভীর কুয়ো।

MP: ভিডিয়ো: খেলতে খেলতে ৪০ ফুটের কুয়োয় বালক, বন্ধুর তৎপরতায় বাঁচল প্রাণ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 6:22 PM

দামো: বাড়ির উঠোনে রয়েছে গভীর কুয়ো। সেই কুয়ো প্রায় ৪০ ফুট গভীর। একটি জাল দিয়ে তা ঢাকা দেওয়াও রয়েছে।কিন্তু তা তেমন মজবুত নয়। সম্প্রতি দুটি বালক খেলছিল ওই বাড়ির উঠোনে। খেলতে খেলতে এক বালক হঠাৎই পড়ে যায় কুয়োতে। সে সময় তার বন্ধু সাইকেল নিয়েই উঠোনে ঘুরছিল। বন্ধুকে পড়ে যেতে দেখেই সাইকেল ফেলে দ্রুত কুয়োর কাছে ছুটে আসে সে। চিৎকার করে ঘটনার কথা জানাতে থাকে। তার চিৎকার শুনে ওই বাড়ির মালিক ও আশপাশের লোকেরা ছুটে এসে জড়ো হন কুয়োর কাছে। তার পর তাঁদের দ্রুত উদ্যোগে বাঁচানো সম্ভব হয় ওই ছেলেটিকে। ওই বাড়িতে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরায় ধরা পড়েছিল এই দৃশ্য। সেই ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বন্ধুর তৎপরতায় বন্ধুর প্রাণ বাঁচার ঘটনা মন ছুঁয়েছে নেটিজেনদের।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলায়। সেখানেই বাড়ি পবন জৈনের। তাঁর বাড়ির উঠোনেই রয়েছে ৪০ ফুটের গভীর কুয়ো। সেখানে খেলার সময়ই পড়ে যায় ওই বালক। যদি কুয়োয় পড়ে যাওয়া বন্ধুর তৎপরতায় প্রাণে বেঁচেছে ওই ছেলেটি।

উদ্ধারের বিষয়টি নিয়ে পবন বলেছেন, “চিৎকার শুনে আমরা উঠোনে আসি। তার পর একটি দড়ি ফেলি কুয়োতে। বাকিরা সেই দড়ি ধরেছিল। আমি ছেলেটিকে কুয়ো থেকে উদ্ধার করে আনি।” ছেলেটি সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। সে নিরাপদেও আছে বলে জানা গিয়েছে। কুয়োতে পড়ে গেলেও তার গুরুতর চোট লাগেনি বলে জানা গিয়েছে।