Bus Ticket: সরকারি বাসে ভাড়া দেওয়া যাবে এবার UPI দিয়েও!
Bus Ticket: তবে ইউপিআই ব্যবস্থা চালু হলেও নগদে টাকা দিতে পারবেন যাত্রীরা। এই ব্যবস্যায় খুশি যাত্রীরাও। করোনা পরিস্থিতির পর থেকেই তাঁরা চেয়েছিলেন ইউপিআই-এর মাধ্যমে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হোক। এতদিন পরে সেটা সম্ভব হওয়ায় স্বস্তি বোধ করছেন যাত্রীরা।
মহারাষ্ট্র: বাসের ভাড়া দিতে গিয়ে অনেক সময় নাজেহাল হতে হয় যাত্রীদের। জেরবার হতে হয় খুচরোর সমস্যায়। ভাড়া দেওয়ার পর ব্যালান্স ফেরত চাইলে, দিতে সমস্যায় পড়েন কনডাকটারও। বহু যাত্রীই বিভিন্ন সময়ে দাবি জানিয়েছেন, UPI-এর মাধ্যমে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হোক। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে।
মহারাষ্ট্রে এই নিয়ম চালু করেছে সে রাজ্যের সরকার। ‘মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন’ বা MSRTC-তে ইউপিআই ব্যবহার করেই পেমেন্ট করা যাবে। তার জন্য চালু করা হচ্ছে অ্যান্ড্রয়েড টিকিট মেশিন। সোমবার কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্র জুড়ে ৩৪ হাজার অ্যান্ড্রয়েড টিকিট মেশিন চালু করা হচ্ছে। তার মাধ্যমেই নেওয়া হবে ভাড়া।
কর্পোরেশনের মুখপাত্র অভিজিৎ ভোসালে জানিয়েছেন, ওই রাজ্যে অন্তত ৫৫ লক্ষ যাত্রী প্রতিনিয়ত সরকারি বাসে যাতায়াত করেন। ফলে নতুন পদ্ধতিতে উপকৃত হবেন তাঁরা প্রত্যেকেই। নগদে টাকা দিতে গিয়ে সমস্যায় পড়তে হয় অনেক সময়। বিশেষত খুচরো দিতে গিয়ে ঝামেলায় পড়তে হয় কন্ডাকটারদের। ইউপিআই দিয়ে পেমেন্ট করলে সে সব সমস্যা মিটে যাবে বলেই মনে করা হচ্ছে।
‘মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন’-এর অধীনে ১৪০০০ বাস চলে মহারাষ্ট্রে। মহারাষ্ট্র থেকে অন্ধ্র প্রদেশ, কর্নাটক, গুজরাটেও যায় বাসগুলি। সবগুলি বাসেই সোমবার থেকে চালু হয়ে গিয়েছে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা।
তবে ইউপিআই ব্যবস্থা চালু হলেও নগদে টাকা দিতে পারবেন যাত্রীরা। এই ব্যবস্যায় খুশি যাত্রীরাও। করোনা পরিস্থিতির পর থেকেই তাঁরা চেয়েছিলেন ইউপিআই-এর মাধ্যমে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হোক। এতদিন পরে সেটা সম্ভব হওয়ায় স্বস্তি বোধ করছেন যাত্রীরা।