Operation Kaveri: সাফল্যের সঙ্গে এগোচ্ছে অপারেশন কাবেরী, সুদান থেকে উদ্ধার করে আনা হল আরও ১৩৫ ভারতীয়কে
Evacuation Operations: ভারতীয় দূতাবাসের প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত পর্যন্ত প্রায় ৭০০ ভারতীয় সুদানের বন্দরে এসে পৌঁছেছেন। আরও অন্তত পাঁচশো ভারতীয় বন্দরে পৌঁছনোর চেষ্টা করছেন। এদের মধ্য়ে একটি অংশকে নিয়েই প্রথম উদ্ধার অভিযান শুরু করে আইএনএস সুমেধা।
জেদ্দা: চারিদিকে গোলাগুলি, বোমাবর্ষণ, তারই মাঝে যুদ্ধকালীন তৎপরতায় সুদান থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা বাহিনী। অভ্য়ন্তরীণ সংঘর্ষে বিধ্বস্ত সুদান থেকে তৃতীয় দফায় ভারতীয়দের উদ্ধারকাজ সম্পন্ন করল সেনাবাহিনী। বুধবার ভোরে সুদানে আটকে থাকা মোট ১৩৫ জন ভারতীয়কে উদ্ধার করে বায়ুসেনার আইএএফ সি-১৩০জে বিমানে করে সৌদি আরবের জেদ্দায় আনা হল। মঙ্গলবারই সুদান থেকে দ্বিতীয় দফায় ১৪৮ জন ভারতীয়কে উদ্ধার করে জেদ্দায় আনা হয়। তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। অন্য়দিকে, নৌসেনার আইএনএস সুমেধাও ২৭৮ জন ভারতীয়কে সুদান থেকে উদ্ধার করে জেদ্দা বন্দরে পৌঁছেছে।
বিদেশ মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, পুরদমে চলছে অপারেশন কাবেরী। বায়ুসেনার আইএএফ সি-১৩০ জে বিমান ১৩৫ জন ভারতীয়কে নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা দিয়েছে। অপারেশন কাবেরীর অধীনে এই নিয়ে তৃতীয় দফায় সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনা হল।
#OperationKaveri ?? IAF C-130J aircraft has landed in Port Sudan to undertake evacuation of Indian nationals pic.twitter.com/XZApt1dIcj
— Chauhan (@Platypus__10) April 25, 2023
মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে একটি টুইটে জানানো হয়, দ্বিতীয় দফায় ১২১ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয়েছে। পরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র টুইট করে জানান, মোট ১৪৮ জন ভারতীয়কে সুদান থেকে উদ্ধার করে আনা হয়েছে। মঙ্গলবারই বিদেশ প্রতিমন্ত্রী সৌদি আরবের জেদ্দায় ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুল, যেখানে ভারতীয়দের সাময়িকভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে, তা খতিয়ে দেখেন।
ভারতীয় দূতাবাসের প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত পর্যন্ত প্রায় ৭০০ ভারতীয় সুদানের বন্দরে এসে পৌঁছেছেন। আরও অন্তত পাঁচশো ভারতীয় বন্দরে পৌঁছনোর চেষ্টা করছেন। এদের মধ্য়ে একটি অংশকে নিয়েই প্রথম উদ্ধার অভিযান শুরু করে আইএনএস সুমেধা। ভারতীয় নৌ-সেনা সূত্রে জানা গিয়েছে, আইএনএস সুমেধা কমপক্ষে তিনবার সুদান থেকে জেদ্দা যাতায়াত করবে। যত সম্ভব ভারতীয়দের নিয়ে সুদানের বন্দর থেকে রওনা দেবে আইএনএস সুমেধা।
উত্তর ও দক্ষিণ সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে অবশ্য অন্য রাস্তা ভাবতে হয়েছে বিদেশমন্ত্রককে। সৌদি আরব, ফ্রান্স, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি মতো বন্ধু দেশগুলির মাধ্যমে তাঁদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তর সুদান থেকে বেশ কয়েকজন ভারতীয়কে উদ্ধার করেছে সৌদি আরব, আমেরিকা ও ফ্রান্স।
আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে দুটি সি-জে ১৩০ হারকিউলিস বিমান পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা। তবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে এখনই বিমান পাঠানোর ঝুঁকি নিচ্ছে না তাঁরা। কারণ সুদানের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সোমবার থেকে নতুন করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সুদানের সংবাদসংস্থার দাবি, মঙ্গলবার ভোরে খার্তুমে সুদানের আধাসেনার দফতরে বিমানহানা চালিয়েছে সেনা। তিন ঘণ্টার মধ্যে পাল্টা সেনার একটি কনভয়ে মাইন বিস্ফোরণে উড়ে দেয় আধাসেনা। তবে বিদেশিদের সুদান ছাড়ার সুযোগ দিতে মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুযুধান দুই পক্ষ।