COVID Vaccination Record: ফের নয়া সাফল্য টিকাকরণে, মাত্র ২৬ দিনেই প্রথম ডোজ় পেল ৬০ শতাংশ কিশোর-কিশোরী!
COVID Vaccination Record: চলতি বছরের ৩ জানুয়ারি থেকেই শুরু হয়েছিল দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। একমাস পূরণ হওয়ার আগেই ওই বয়সসীমার ৬০ শতাংশ কিশোর-কিশোরীই করোনা টিকার প্রথম ডোজ় (First Dose of COVID Vaccine) পেয়ে গিয়েছে।
নয়া দিল্লি: করোনা টিকাকরণে (COVID Vaccination) একের পর এক সাফল্যের মাইলফলক পার করছে দেশ। চলতি বছরের ৩ জানুয়ারি থেকেই শুরু হয়েছিল দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। একমাস পূরণ হওয়ার আগেই ওই বয়সসীমার ৬০ শতাংশ কিশোর-কিশোরীই করোনা টিকার প্রথম ডোজ় (First Dose of COVID Vaccine) পেয়ে গিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) এই কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রীর শুভেচ্ছা:
টিকাকরণ কর্মসূচিতে নতুন সাফল্যের কথা ঘোষণা করে স্বাস্থ্যমন্ত্রী টুইট করে বলেন, “আমাদের যুব প্রজন্ম পথ দেখাচ্ছে! সকল কিশোর-কিশোরীদের শুভেচ্ছা, যারা টিকা নিয়েছে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ৬০ শতাংশ কিশোর-কিশোরীই ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডোজ় পেয়ে গিয়েছে।”
ছোটদের টিকাকরণের ক্ষেত্রে, মাত্র তিনদিনের মধ্যেই এক কোটিরও বেশি করোনা টিকা দিয়ে শুরুতেই রেকর্ড গড়েছিল ভারত। ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া নাবালক-নাবালিকাদের টিকাকরণ কর্মসূচিতে ৬ জানুয়ারিরই মধ্যেই ১৫ থেকে ১৮ বছর বয়সী, এমন ১ কোটি ২৯ লক্ষ জনকে করোনা টিকা দেওয়া হয়। এরপর গত বৃহস্পতিবারই স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রাপ্তবয়স্ক জনগণের মধ্যে ৯৫ শতাংশই করোনা টিকার প্রথম ডোজ় পেয়ে গিয়েছেন। এবার ফের নয়া রেকর্ড গড়ল ভারত।
Young India Showing the Way!
Congratulations to all my young friends who have got vaccinated ?
60% से अधिक 15-18 आयुवर्ग के बच्चों को लगी कोरोना की पहली डोज।#SabkoVaccineMuftVaccine pic.twitter.com/MU1bViqNkO
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 28, 2022