ফের ভারত-পাক সীমান্তে দেখা গেল পাকিস্তানি ড্রোন। শুক্রবার পঞ্জাবের অমৃতসর সেক্টরে পালমোরান এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর ২২ ব্য়াটেলিয়ন নজরদারি চালাচ্ছিল। সেই সময় পাকিস্তানি ড্রোন নজরে আসে। তা নজরে আসতেই গুলি করে নামিয়ে আনে বিএসএফ (Border Security Force)।
এখন সেই এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। সেখানে আর কোনও ড্রোনের উপস্থিতি রয়েছে কিনা তার খোঁজে রয়েছে বিএসএফ বাহিনী। শুক্রবার যে ড্রোন গুলি করে নামানো হয়েছে তা দৈর্ঘ্যে ৬ ফুট। এর ব্যাটারি ক্যাপাসিটি ২৫,০০০ mah। প্রায় ২৫ কেজি জিনিস বহন করার ক্ষমতা রাখে এই ড্রোন।
এই প্রসঙ্গে বিএসএফ-র তরফে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, অমৃতসর সেক্টরে ৭ টা ৪৫ মিনিটে ভারত সীমান্তে ঢোকে সেই ড্রোন। তারপর বিএসএফ সেই ড্রোনকে উদ্দেশ্য করে গুলি চালায়। তা নামিয়ে আনা হয়।
গত বেশ কয়েকদিন ধরেই পঞ্জাবে ভারত-পাক সীমান্তে একাধিকবার পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছে। গত দু' মাসে অমৃতসরে চারটি ড্রোন গুলি করে নামানো হয়েছে।
গুলি করে নামাল বিএসএফ