PM Narendra Modi: ‘ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়’, জরুরি অবস্থার ‘অন্ধকারময় দিন’ মনে করালেন প্রধানমন্ত্রী মোদী
Emergency Period: কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' অনুষ্ঠানের দুই মিনিটের ক্লিপ শেয়ার করেন, যেখানে প্রধানমন্ত্রী মোদী জরুরি অবস্থায় কী কী পদক্ষেপ করা হয়েছিল, তা নিয়ে আলোচনা করেছিলেন।
নয়া দিল্লি: ২৫ জুন, সালটা ১৯৭৫। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) ঘোষণা করলেন জরুরি অবস্থার (Emergency Period)। ১৯৭৭ সাল অবধি, ২১ মাস জারি থাকে এই জরুরি অবস্থা। দেশের গণতন্ত্রের অন্ধকারতম সময় বলা হত জরুরি অবস্থাকে। আজ জরুরি অবস্থা ঘোষণার ৪৮ তম বর্ষপূর্তিতে সেই অন্ধকারময় দিনগুলির কথাই মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তিনি টুইট করে বলেন, “ইতিহাসের অবিস্মরণীয় সময় ছিল জরুরি অবস্থার দিনগুলি। সাংবিধানিক মূল্য়বোধের সম্পূর্ণ বিপরীত ছিল এই সিদ্ধান্ত।”
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন, “জরুরি অবস্থার যারা বিরোধিতা করেছিলেন এবং আমাদের গণতন্ত্রের অন্তরাত্মাকে ধরে রাখতে লড়াই করেছিলেন, সেই সমস্ত সাহসী ব্যক্তিত্বদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। জরুরি অবস্থার অন্ধকারময় দিনগুলি ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এটা আমাদের গণতান্ত্রিক মূল্য়বোধের সম্পূর্ণ বিপরীত।”
I pay homage to all those courageous people who resisted the Emergency and worked to strengthen our democratic spirit. The #DarkDaysOfEmergency remain an unforgettable period in our history, totally opposite to the values our Constitution celebrates.
— Narendra Modi (@narendramodi) June 25, 2023
বিজেপির তরফেও একাধিক শীর্ষ নেতৃত্ব জরুরি অবস্থার সমালোচনা করে টুইট করেন। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি পাঁচ মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করে বলেন, “গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। বিচার ব্যবস্থার হাত কেটে নেওয়া হয়েছিল। অত্যাচার, গ্রেফতার, খুন- ১৯৭৫ সালের ২৫ জুন দিনটি এই সমস্ত শব্দের সমার্থক। জরুরি অবস্থার অন্ধকারময় দিনগুলি ভুলবেন না।”
1975 Emergency: A horrible saga of trampling the Temple of Democracy!#DarkDaysOfEmergency pic.twitter.com/wNJ5xADUwX
— BJP (@BJP4India) June 25, 2023
Torture , imprisonment, murder , stifling the voice of free press – 25 th June 1975 symbolises all that and more. Lest you forget what the Emergency imposed on India and Indians entailed ; do watch this video & see what the Congress party is capable of ! #DarkDaysOfEmergency pic.twitter.com/kBlGbcKBSR
— Smriti Z Irani (@smritiirani) June 25, 2023
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের দুই মিনিটের ক্লিপ শেয়ার করেন, যেখানে প্রধানমন্ত্রী মোদী জরুরি অবস্থায় কী কী পদক্ষেপ করা হয়েছিল, তা নিয়ে আলোচনা করেছিলেন।
The emergency declared on June 25 1975 by an insecure & authoritarian ruler will always be remembered as a crushing blow to democracy & human rights. It also puts under spotlight, a particular family’s & political outfit’s arrogance & lust to cling to power. #DarkDaysOfEmergency pic.twitter.com/QakhUqLzd9
— Hardeep Singh Puri (@HardeepSPuri) June 25, 2023
কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, কিরণ রিজিজু, প্রহ্লাদ জোশী, নীতীশ গড়করি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, মহারাষ্ট্রের উপমুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও জরুরি অবস্থার সমালোচনা করে পোস্ট করেন।