Mann Ki Baat: ধ্যানচাঁদের জন্মদিনে স্মৃতিমেদুর নমো, বিশেষ জোর দিলেন করোনাকালে ‘স্বচ্ছ ভারত’ অভিযানে
PM Narendra Modi in Mann Ki Baat: প্রধানমন্ত্রী বলেন, "আজকের যুব সম্প্রদায় কোনও ছকবাঁধা রুটিন মেনে চলতে চায় না। তারা নতুন নতুন জায়গায় যেতে আগ্রহী। আর তারা একবার মনস্থির করে নিলে, কারোর আটকানোর সাধ্য থাকে না।"
নয়া দিল্লি: করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার অন্যতম শর্ত হল নিজেকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। তবে শুধু নিজের কথা ভাবলেই হবে না, ভাবতে হবে দেশের কথাও। মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) “স্বচ্ছ ভারত” অভিযানের (Swachh Bharat Mission) উপরই ফের একবার জোর দিলেন। একই সঙ্গে দেশের ক্রীড়াবিদদেরও অনুপ্রেরণা ও মনোবল জোগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মন কি বাত অনুষ্ঠানের ৭৯ তম অংশের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। তিনি বলেন, “আমরা সকলেই জানি, আজ মেজর ধ্যানচাঁদজী জন্মবার্ষিকী। তাঁকে স্মরণ করেই আমাদের দেশে এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়। গোটা বিশ্বে তিনিই হকিকে জনপ্রিয় করে তুলেছিলেন। প্রতিটি পদকই অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ। টোকিয়ো অলিম্পিকে ভারতীয় হকি দল যখন পদক জিতল, গোটা দেশ সেই আনন্দ ভাগ করে নিয়েছিল। আজ অলিম্পিকে এতগুলি পদক দেখলে তিনি অত্যন্ত খুশি ও গর্ববোধ করতেন।”
প্রধানমন্ত্রী বলেন, “আজকের যুব সম্প্রদায় কোনও ছকবাঁধা রুটিন মেনে চলতে চায় না। তারা নতুন নতুন জায়গায় যেতে আগ্রহী। আর তারা একবার মনস্থির করে নিলে, কারোর আটকানোর সাধ্য থাকে না। ঘরেই হোক বা গ্রাম কিংবা শহরে, আমাদের সমস্ত ক্রীড়া ময়দানগুলি ভর্তি থাকা উচিত। সকলেই খেলাধুলো করুক। আমি নিশ্চিত যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে কী বলেছিলাম, তা সকলের মনে আছে। সাফল্য আনতে সকলের প্রচেষ্টার কথা ভুললে চলবে না।”
তিনি জানান, ভারত অলিম্পিকে বিপুল সংখ্যক পদক না পেলেও, বর্তমান যুব সমাজ ক্রীড়া সম্পর্কিত নানা ক্ষেত্রের সঙ্গে নিজেদের যুক্ত করছে। এই মুহূর্তকে আমরা আটকাতে পারি না। আমাদের জীবনযাত্রার স্থায়ী অংশ করে নেওয়া উচিত এই মুহূর্তকে। একইসঙ্গে তিনি সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছাও জানান। ইসকমের সদস্য় জদুরানি দাসীর সঙ্গে আলাপচারিতাও করেন তিনি। বিদেশেও কীভাবে শ্রীকৃষ্ণের মাহাত্ব্য ছড়িয়ে পড়েছে, তা শুনে অবাক হয়ে যান প্রধানমন্ত্রী।
এরপরই স্বচ্ছ ভারত মিশন নিয়ে কথা বলেন নমো। তিনি বলেন, “স্বচ্ছ ভারত নিয়ে যখনই কথা বলা হয়, ইন্দোরের প্রসঙ্গ উঠেই আসে। স্বচ্ছ ভারত মিশনে বরাবরই প্রথম স্থান দখল করেছে ইন্দোর। কিন্তু ইন্দোরের বাসিন্দা এই সাফল্যেই সীমাবন্ধ থাকেননি, নিজেদের উদ্যোগে তারা ইন্দোরকে দেশের প্রথম ওয়াটার প্লাস শহরে পরিণত করেছেন।” করোনাকালে স্বচ্ছতা আরও বেশি জরুরি, এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ফের একবার দেশের সমস্ত জনগণকে স্বচ্ছতা মিশনে যোগদান করার আহ্বান জানান।
মন কি বাত অনুষ্ঠান বর্তমানে যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে, তা উল্লেখ করেও গর্ব প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “মন কি বাত আর ভারতের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। গোটা বিশ্বের মানুষ। এই অনুষ্ঠান নিয়ে কথা বলছে। আমি বিদেশে বসবাসকারী ভারতীয়দেরও নানা বার্তা পাই অনুষ্ঠানকে কেন্দ্র করে।” সংস্কৃতির মেলবন্ধনে সংস্কৃত ভাষা বিশেষ ভূমিকা পালন করে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও পড়ুন: আফগানিস্তান নিয়ে কী হবে কৌশল? কথা হল ভারত-আমেরিকার