PM Modi Attacks Congress: ‘কংগ্রেসের পরিচয় হল পরিবারতন্ত্র, দুর্নীতি’, ‘বাদশাহি’ মানসিকতাকে কটাক্ষ মোদী

PM Modi Attacks Congress: বিরোধীদের একহাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "বাদশাহী মানসিকতার মানুষেরা ২০১৪ সাল থেকে গরিব, পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অপমান করে চলেছে। আমরা গরিব মানুষদের জন্য যে কাজ করেছি, তা নিয়ে মশকরা করে। দেশের উন্নয়নকে খাটো চোখে দেখেছেন তাঁরা।"

PM Modi Attacks Congress: 'কংগ্রেসের পরিচয় হল পরিবারতন্ত্র, দুর্নীতি', 'বাদশাহি' মানসিকতাকে কটাক্ষ মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 12:38 PM

নয়া দিল্লি:  বিজেপির বর্ষপূর্তির অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস(Congress)। কেন্দ্রের বিরোধ দলের বাদশাহি চিন্তাধারা ও পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করেন নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। আজ, ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস (BJP Foundation Day)। ৪৪ তম বর্ষে পা দিল কেন্দ্রের শাসক দল বিজেপি। বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষেই বৃহস্পতিবার বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে একদিকে যেমন বিজেপির কাজ থেকে শুরু করে সাংগঠনিক শক্তির প্রসঙ্গ উঠে আসে, তেমনই বিরোধী দলগুলি, বিশেষ করে কংগ্রেসকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী।

এ দিনের অনুষ্ঠানের শুরুতেই হনুমানজীর সঙ্গে বিজেপির কাজের তুলনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আজ ভারত নিজের শক্তি বুঝতে পেরেছে, ঠিক যেমন হনুমানজী নিজের ক্ষমতার আন্দাজ করতে পেরেছিলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বিজেপি হনুমানজীর থেকেই অনুপ্রাণিত হয়। আমরা যদি হনুমানজীর জীবন দেখি, তবে দেখা যাবে তাঁর সব কাজ পারব চিন্তাধারাই তাঁকে সমস্ত ধরনের সাফল্য় অর্জনে সাহায্য করেছে।”

এরপরই তিনি বিরোধীদের একহাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাদশাহী মানসিকতার মানুষেরা ২০১৪ সাল থেকে গরিব, পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অপমান করে চলেছে। আমরা গরিব মানুষদের জন্য যে কাজ করেছি, তা নিয়ে মশকরা করে। দেশের উন্নয়নকে খাটো চোখে দেখেছেন তাঁরা। পরিবারবার ও শ্রেণিবিভাজন নিয়েই তারা চিন্তিত। একদিকে যেখানে বিজেপি সবার প্রথমে দেশের সাধারণ মানুষের কথা ভেবেছে, সেখানেই বিরোধীরা নিজেদের পরিবার নিয়েই ভাবতে ব্যস্ত।”
বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, “বিজেপি যে উন্নয়নমূলক কাজ করছে,ত তা হজম হচ্ছে না ওদের (বিরোধী দল)। ওরা কখনওই ভাবতে পারেনি যে ৩৭০ অনুচ্ছেদ কখনও ইতিহাস হয়ে যেতে পারে। ওরা এতটাই মরিয়া হয়ে উঠেছে যে প্রকাশ্যে বলছে মোদী তেরি কবর খুদেগি।”

তিনি আরও বলেন, “বিজেপি অন্য়ান্য বিরোধী দলগুলি রাজনৈতিক স্বার্থপূরণের জন্য সামাজিক ন্যায় বিচার নিয়ে স্লোগান দেয় না, আমরা সমাজের সব স্তরে সামাজিক ন্যায় ও কর্মসংস্থানের জন্য সর্বদা কাজ করছি। ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশনের সুবিধা পান, এর জন্য কোনও সামাজিক ভেদাভেদ করা হয়নি, এটাই অন্যতম উদাহরণ। কংগ্রেসের পরিচয় হল পরিবারতন্ত্র, ভেদাভেদ, দুর্নীতি। অন্যদিকে বিজেপির রাজনৈতিক লক্ষ্য সাধারণ মানুষের উন্নয়ন।”