Mann Ki Baat: ‘মন কি বাত’-এর ১০০টি এপিশোড নিয়ে প্রদর্শনী, পরিদর্শনে গিয়ে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর
PM Narendra Modi: এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনশক্তি প্রদর্শনীশালার ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন এবং 'মন কি বাত'-এর বিভিন্ন পর্বের উপর করা শিল্পকর্মকে 'অসাধারণ' বলে উল্লেখ করেছেন।
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ (Mann Ki Baat) ১০০ তম পর্ব সম্পূর্ণ করেছে। এবার সেই ১০০টি পর্ব নিয়ে সংস্কৃতি মন্ত্রকের তরফে এক প্রদর্শনীশালার আয়োজন করা হয়েছে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ণ আর্ট (NGMA)-এ। ‘জনশক্তি: এ কালেকটিভ পাওয়ার’ শীর্ষক এই প্রদর্শনীটি দেখতে রবিবার NGMA-এ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং (PM Narendra Modi)। ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে বিষয়গুলির উপর জোর দিয়েছেন, স্বচ্ছতা, জল সংরক্ষণ, কৃষিকাজ, মহাকাশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নারীশক্তি ও যোগা আয়ুর্বেদ- সেই সমস্ত বিষয়গুলি প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।
এদিন বিকালে ‘ন্যাশনাল গ্যালারি অফ মডার্ণ আর্ট’ -এ ‘মন কি বাত’-এর ১০০টি পর্বের থিম নিয়ে করা প্রদর্শনী দেখতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কেবল প্রদর্শনী ঘুরে দেখেননি, পরিশেষে ‘জনশক্তি’ ক্যাটলগে স্বাক্ষর করে একটি বার্তাও দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রকের তরফে একথা জানিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বার্তা উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনশক্তি ক্যাটলগে স্বাক্ষর করে লিখেছেন, ‘মন মন্দিরের যাত্রা ভাল হোক…’।” নরেন্দ্র মোদীর আগে ১৩ জন শিল্পীও ওই ক্যাটলগে স্বাক্ষর করেছেন বলে সংস্কৃতি মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনশক্তি প্রদর্শনীশালার ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন এবং ‘মন কি বাত’-এর বিভিন্ন পর্বের উপর করা শিল্পকর্মকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন। এই প্রদর্শনীর কাজে যুক্ত সমস্ত শিল্পীর প্রশংসাও করেছেন তিনি।
Here are some more glimpses from Jana Shakti exhibition at @ngma_delhi. pic.twitter.com/Cz9WmOuLK0
— Narendra Modi (@narendramodi) May 14, 2023
সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১২টি থিমের উপর কাজ করেছেন প্রখ্যাত ১৩ জন শিল্পী। তাঁরা হলেন, মানু পারেখ, মাধবী পারেখ, অতুল দোদিয়া, পরেশ মাইতি, প্রতুল দাস, জি.আর ইকান্না, জগন্নাথ পান্ডা এবং জিতেন থুকরাল।