Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেয়েই ওয়ানাড় যাচ্ছেন রাহুল

Wanad: সুপ্রিম কোর্টে বড় জয় মিলেছে। চার মাস পর সংসদে 'রি-এন্ট্রি' হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আর সংসদে ফিরে এসেই নিজের সাংসদ কেন্দ্রের মানুষদের কৃতজ্ঞতা জানাতে চান তিনি।

Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেয়েই ওয়ানাড় যাচ্ছেন রাহুল
ওয়ানাড় যাচ্ছেন রাহুল গান্ধী।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 6:37 PM

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে বড় জয় মিলেছে। চার মাস পর সংসদে ‘রি-এন্ট্রি’ হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আর সংসদে ফিরে এসেই নিজের সংসদীয় কেন্দ্রের মানুষকে কৃতজ্ঞতা জানাতে চান তিনি (Rahul Gandhi)। তাই সংসদে ফিরে আসার পরদিনই তাঁর সংসদীয় কেন্দ্র ওয়ানাড়ে যাওয়ার দিন ঘোষিত হল। মঙ্গলবার দলের তরফে রাহুল গান্ধীর ওয়ানাড়ে যাওয়ার দিন ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি বেণুগোপাল।

কবে ওয়ানাড় যাচ্ছেন রাহুল? কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি বেণুগোপাল এদিন টুইট করে রাহুল গান্ধীর ওয়ানাড়ে যাওয়ার কথা ঘোষণা করেন। টুইটারে তিনি লেখেন, “আগামী ১২ ও ১৩ অগস্ট রাহুল গান্ধীজি ওয়ানাড়ে যাবেন। গণতন্ত্র জয়ী হয়েছে, ওয়ানাড়ের মানুষ উচ্ছ্বসিত, তাঁদের কণ্ঠস্বর আবার সংসদে ফিরে এসেছে। রাহুলজি কেবল সাংসদ নন, তাঁদের পরিবারের সদস্য।”

মোদী-পদবি মামলায় রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল সুরাট আদালত। যার জেরে গত ২৪ মার্চ তাঁর সাংসদ পদ খারিজ হয়। তারপর এই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে তিনি গুজরাট আদালতে আবেদন জানালেও সেটা গত ৭ জুলাই খারিজ হয়ে যায়। এরপর গত ১৫ জুলাই সুপ্রিম কোর্টে আবেদন জানান রাহুল গান্ধী। তাঁর সেই আবেদনের ভিত্তিতে গত শুক্রবারই সুরাট আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এই সুপ্রিম-রায়ের ভিত্তিতেই ৭ অগস্ট, সোমবার পুনরায় সাংসদ পর ফিরে পান রাহুল গান্ধী। তারপর এদিন ১২, তুঘলক লেনের তাঁর সেই পুরানো সরকারি বাংলো ফিরিয়ে দেওয়া হয়। তাই এবার এই জয়ের জন্য আগে নিজের সংসদীয় কেন্দ্রের মানুষদের কৃতজ্ঞতা জানাতে চান কংগ্রেস নেতা রাহুল গান্ধী।