Rail Service: বড় ঘোষণা! করোনার ধাক্কা কাটিয়ে ২০ মাস পর ফের স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা
Rail Service to Resume: করোনার ধাক্কা কাটিয়ে দুই বছর পর স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। রেল মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে এই কথা জানানো হয়েছে।
নয়া দিল্লি: করোনা সংক্রমণের (COVID-19) ধাক্কায় থমকে দাঁড়িয়েছিল গোটা দেশই। মারণ সংক্রমণকে বাগে আনতে দেশজুড়ে ঘোষণা করা হয়েছিল লকডাউনের(Lockdown)। বন্ধ হয়েছিল সড়ক, রেল ও উড়ান পরিষেবা। সংক্রমণ নিয়ন্ত্রণে এলে পরবর্তী সময়ে সড়ক ও বিমান পরিষেবা স্বাভাবিক হলেও সম্পূর্ণ রূপে চালু হচ্ছিল না রেল পরিষেবা (Railway Service)। এ বার পুরনো ছন্দেই ফিরতে চলেছে দেশের রেল পরিষেবা। শুক্রবার কেন্দ্রীয় রেল মন্ত্রকের (Union Rail Ministry) তরফে নির্দেশিকা জারি করে এই ঘোষণা করা হয়।
করোনার ধাক্কা কাটিয়ে দুই বছর পর স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। রেল মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে এই কথা জানানো হয়েছে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে খাবার পরিষেবা আপাতত বন্ধ থাকলেও বাকি রেল পরিষেবা চালু করা হবে।
করোনা সংক্রমণের শুরুতে লকডাউনে প্রথমে রেল পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ থাকলেও, পরে ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের সমস্যার কথা মাথায় রেখে ধীরে ধীরে কয়েকটি শ্রমিক স্পেশাল ও বিশেষ ট্রেন চালু করা হয়। এভাবেই বছর পার হয়ে গেলেও ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি, বেড়েছিল শুধু বিশেষ ট্রেনের সংখ্যা।
এ দিনের রেল মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, দীর্ঘ ২০ মাস পর ফের সম্পূর্ণরূপে রেল পরিষেবা স্বাভাবিক হতে চলেছে। ট্রেনের পুরনো টাইম টেবিল অনুযায়ীই দেশজুড়ে সমস্ত ট্রেন পরিষেবা চালু হবে। যে ট্রেনগুলি বিশেষ ট্রেন বা শ্রমিক স্পেশাল নামে চলছিল, সেগুলিকেও বাতিল করে, পুরনো টাইম টেবিলের অন্তর্ভুক্ত করেই চালানো হবে।
রেল পরিষেবা চালু হওয়া নিয়ে যাত্রীদের মনে একটি বড় প্রশ্ন হল, ভাড়া বৃদ্ধি হবে কিনা। তবে রেল মন্ত্রকের নির্দেশিকায় সাফ জানানো হয়েছে যে, আপাতত ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না। পুরনো ভাড়াতেই সমস্ত ট্রেন চলবে। ট্রেনের ভাড়া যেমন বাড়ানো হচ্ছে না, তেমনই আবার টিকিট বাতিল করলে সেই মূল্যও ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
রেল মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, আপাতত দ্বিতীয় শ্রেণি সংরক্ষিত কামরা হিসাবে গণ্য করা হবে। বিশেষ কোনও অনুমতি ছাড়া কাউকে বিনা টিকিটে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না আগের মতো। দ্রুত নতুন নির্দেশিকা কার্যকর করার জন্য প্রতিটি জ়োনাল রেলওয়েকে যথাযথ প্রস্তুতি নিতে বলা হয়েছে। ট্রেন বুকিং ও রেল সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পুনরায় চালু করার জন্য সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনতেও বলা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবারই এক বিবৃতিতে দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)-র তরফে জানানো হয়েছে লোকাল ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ক্রমে আগামী ১৫ নভেম্বর থেকে রেলের দক্ষিণ পূর্ব শাখায় ১৪৬টি লোকাল ট্রেন চলবে। গত ৩১ অক্টোবর প্রথম দফায় ৪৮টি লোকাল ট্রেন চলাচল শুরু হয়। পরের দফায়, ৮ নভেম্ব র সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১০৪-এ। এখন ১৫ নভেম্বরের মধ্যে ১০৪ থেকে লোকাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১৪৬ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ- পুর্ব রেল। আপে ৭২ এবং ডাউন লাইনে ৭৪টি লোকাল ট্রেন চলবে ১৫ তারিখ থেকে।