Monsoon Forecast: চৈত্রের গরমেই স্নান হচ্ছেন? একটু ধৈর্য্য ধরুন, বর্ষা নিয়ে মিলল দারুণ সুখবর

Weather Update: ভারতে জুন মাস থেকে বর্ষাকাল শুরু হয়। বৃষ্টিপাত চলে সেপ্টেম্বর অবধি। এই সময়ের মধ্যে ৮৬৮.৮ এমএম অবধি গড়ে বৃষ্টিপাত হয়। এর ৯৬ থেকে ১০২ শতাংশ বৃষ্টিপাত হলে, তাকে স্বাভাবিক বৃষ্টিপাত বলে গণ্য করা হয়। এবারে ১০২ শতাংশ বৃষ্টিপাত হতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে স্কাইমেট।

Monsoon Forecast: চৈত্রের গরমেই স্নান হচ্ছেন? একটু ধৈর্য্য ধরুন, বর্ষা নিয়ে মিলল দারুণ সুখবর
গরমে নাজেহাল অবস্থাImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 10, 2024 | 9:16 AM

নয়া দিল্লি: এপ্রিল থেকে গরমের শুরু, মে-জুন মাসে কালঘাম ঝরিয়ে ছাড়ে কড়া রোদ। এটাই গ্রীষ্মের চেনা চিত্র। কিন্তু এপ্রিলের শুরু থেকেই যেভাবে সূর্য তেতেছে, তাতে সাধারণ মানুষের মনে একটাই ভয়, এপ্রিলেই যদি এত গরম পড়ে, তাহলে মে-জুন মাসে কী হবে? যতই এসি চলুক, গরম থেকে স্বস্তি পেতে সবাই চাতক পাখির মতো বৃষ্টির আশাতেই বসে থাকে। আর সেই বৃষ্টি নিয়েই এবার সুখবর। স্কাইমেট ওয়েদারের তরফে জানানো হল, এবারে বর্ষার প্রবেশ ঠিক সময়েই হবে এবং বৃষ্টিপাতও স্বাভাবিক হবে।

বেসরকারি আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে, চলতি বছরে বৃষ্টিপাত স্বাভাবিক হতে চলেছে। এল নিনো-র প্রভাবে যেখানে তীব্র গরম রাখার সম্ভাবনা, সেখানেই লা নিনা-র প্রভাবে গ্রীষ্মেও বৃষ্টির আশা দেখা যাচ্ছে। জলবায়ুর এই পরিবর্তনের জেরে গ্রীষ্মকালে যে বৃষ্টিপাত হয়, তার শুরু দেরিতে হলেও, কয়েক সপ্তাহ বাদে ভারী বৃষ্টিপাত শুরু হবে।

ভারতে জুন মাস থেকে বর্ষাকাল শুরু হয়। বৃষ্টিপাত চলে সেপ্টেম্বর অবধি। এই সময়ের মধ্যে ৮৬৮.৮ এমএম অবধি গড়ে বৃষ্টিপাত হয়। এর ৯৬ থেকে ১০২ শতাংশ বৃষ্টিপাত হলে, তাকে স্বাভাবিক বৃষ্টিপাত বলে গণ্য করা হয়। এবারে ১০২ শতাংশ বৃষ্টিপাত হতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে স্কাইমেট।

স্কাইমেটের ম্য়ানেজিং ডিরেক্টর যতীন সিং বলেন, “এল নিনো বদলে লা নিনার প্রভাব বাড়ছে। লা নিনার প্রভাবে বৃষ্টিপাত বেশি হয়। এই বছর বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

সহজ কথায় প্রশান্ত মহাসাগরের জলের অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধিই হল এল নিনো। এর থেকে গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধি, খরা ও দুর্বল বৃষ্টিপাত হয়। লা নিনার প্রভাব ঠিক উল্টো।

গত বছর স্কাইমেটের তরফে ৯৪ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তা অক্ষরে অক্ষরে মিলেও যায়।