Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sadguru Health Update Video: এখনও হাসপাতালে সদগুরু, কেমন আছেন তিনি? ভিডিয়ো বার্তা প্রকাশ

Sadguru health update: সদগুরু এখনও দিল্লির হাসপাতালে ভর্তি তিনি। স্বাভাবিকভআবেই সদগুরুর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর ভক্তবৃন্দ। তাঁদের জন্য হাসপাতাল থেকে নিজেই একটি ভিডিয়োবার্তা দিয়েছেন সদগুরু, যা বিশেষ ইঙ্গিতপূর্ণ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সদগুরুর সেই ভিডিয়ো।

Sadguru Health Update Video: এখনও হাসপাতালে সদগুরু, কেমন আছেন তিনি? ভিডিয়ো বার্তা প্রকাশ
Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Mar 26, 2024 | 11:02 AM

নয়া দিল্লি: সদগুরুর মাথায় অস্ত্রোপচারের পর সপ্তাহ খানেক কেটে গিয়েছে। এখনও দিল্লির হাসপাতালে ভর্তি তিনি। স্বাভাবিকভআবেই সদগুরুর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর ভক্তবৃন্দ। তাঁদের জন্য হাসপাতাল থেকে নিজেই একটি ভিডিয়োবার্তা দিয়েছেন সদগুরু। যদিও সেই বার্তায় স্বাস্থ্য নিয়ে একটি কথা উচ্চারণ করেননি তিনি। তবে বার্তাটি বিশেষ ইঙ্গিতপূর্ণ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সদগুরুর সেই ভিডিয়ো।

সদগুরু দোলের সন্ধ্যায় X হ্যান্ডেলে হাসপাতাল থেকে নিজের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ১৯ সেকেন্ডের সেই ভিডিয়োটিতে তাঁকে কোনও কথা বলতে শোনা যায়নি। কেবল দেখা যাচ্ছে, সদগুরুর মাথার একদিকে ব্যান্ডেজ বাঁধা, বাঁ হাতে ঘড়ি পড়া ও হাসপাতালের ব্র্যান্ড লাগানো আর ডান হাতে চ্যানেল করা। হাসপাতালের বেডে বসেই তিনি ইংরেজি সংবাদপত্র পড়ছেন।

সদগুরু কোনও কথা না বললেও এই ভিডিয়োটি থেকেই তাঁর স্বাস্থ্য সম্পর্কে অনেকটা আন্দাজ করা যাচ্ছে। সাধারণত বেডে বসে সংবাদপত্র পড়ার অর্থ, ভাল রয়েছেন সদগুরু। তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

দিন তিনেক আগেও হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি একটি কবিতা শেয়ার করে ভক্তকুলকে বার্তা দিয়েছিলেন সদগুরু। তিনি লিখেছিলেন, “অত্যন্ত বেদনা এবং আনন্দের মধ্যে, অতি-উচ্ছ্বলতা এবং সাম্যের মধ্যে রয়েছি। ভিতরের যান্ত্রিকতা জানার এই বিজ্ঞান আমাকে এক মুহুর্তের জন্যও হতাশ করেনি। চরম নিয়মানুবর্তিতা এবং ত্যাগের জীবনযাপন করে, শিখর, উপত্যকা এবং সমতলভূমিতে আছড়ে পড়ার পরেও এখনও কেন আমি এখানে,” এই প্রশ্নের জবাবও সদগুরু নিজেই কবিতার মধ্যেই দেন- ‘সকলের অপ্রতিরোধ্য ভালবাসা’। এত ভালবাসা দেওয়ার জন্য সকলের কাছে চির কৃতজ্ঞ বলেও কবিতায় উল্লেখ করেন তিনি।

সদগুরু অনেকদিন ধরে মাথা ব্যথা, ঝাপসা দৃষ্টি-সহ নানা সমস্যায় ভুগছিলেন। কিন্তু, কাউকে বুঝতে দেননি, পেইনকিলার খেয়ে চলছিলেন বলে জানিয়েছে তাঁর সংস্থা, ইশা ফাউন্ডেশন। তারপর গত ১৪ মার্চ তিনি দিল্লিতে আসেন। তখন তাঁর মাথা ব্যথা প্রচণ্ড বাড়ায় সঙ্গে সঙ্গে এমআরআই করানো হয়। রিপোর্টে দেখা যায়, বিগত ৩-৪ সপ্তাহ ধরে সদগুরুর মস্তিষ্কে ক্রনিক রক্তক্ষরণ হচ্ছিল। তারপরই সদগুরু হাসপাতালে ভর্তি হন এবং জরুরি ভিত্তিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।