Nityananda’s Representative Speech: রাষ্ট্রপুঞ্জে ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের প্রতিনিধির, সাফাইয়ে কী বললেন বিজয়প্রিয়া?

United Nation:ভিডিয়ো বার্তায় বিজয়প্রিয়া দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সংবাদমাধ্যমের একটি নির্দিষ্ট অংশ, যারা হিন্দু ধর্ম বিরোধী প্রচার চালায়, তারাই মন্তব্যকে বিকৃত করেছে।

Nityananda's Representative Speech: রাষ্ট্রপুঞ্জে ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের প্রতিনিধির, সাফাইয়ে কী বললেন বিজয়প্রিয়া?
স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের প্রতিনিধি বিজয়প্রিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 1:33 PM

নয়া দিল্লি: সম্প্রতিই রাষ্ট্রপুঞ্জের সভায় দেখা মিলেছিল স্বঘোষিত ধর্মগুরু নিত্য়ানন্দের (Godman Nithyananda) প্রতিনিধি বিজয়প্রিয়া নিত্যানন্দের (Vijayapriya Nithyananda)। তাদের দেশ “রিপাবলিক অব কৈলাশ” (Republic of Kailasa)-র সুরক্ষার দাবি জানিয়েছিলেন তিনি। রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চে স্বঘোষিত ধর্মগুরুর কাল্পনিক দেশের প্রতিনিধির উপস্থিতি নিয়ে ব্যাপক বিতর্কও শুরু হয়েছিল। এবার রাষ্ট্রপুঞ্জে রাখা বক্তব্য ও দাবি নিয়ে সাফাই দিলেন নিত্যানন্দের ভক্ত বিজয়প্রিয়া নিত্যানন্দ। একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “ধর্মগুরু নিত্যানন্দ তাঁর জন্মভূমি ভারতেই হিন্দু-বিরোধীদের দ্বারা নির্যাতিত হয়েছেন।”

গত সপ্তাহে জেনেভায় রাষ্ট্রপুঞ্জের সভায় বিজয়প্রিয়া দাবি করেছিলেন, নিত্যানন্দকে ক্রমাগত হেনস্থা করা হচ্ছে। তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক-আলোচনা শুরু হয়েছিল। রাষ্ট্রপুঞ্জে ভারতের অবমাননা করা হয়েছে, এই অভিযোগও ওঠে। এরপরই বৃহস্পতিবার তাঁর মন্তব্যের সাফাই দিয়ে বিজয়প্রিয়া বলেন, “রিপাবলিক অব কৈলাশ ভারতকে উচ্চ স্থানে রাখে।”

তিনি বলেন, “আমি এই বিষয়টি স্পষ্ট করে দিতে চাই যে আমি বলেছিলাম ভগবান নিত্যানন্দ পরমশিবম তাঁর জন্মস্থানেই কিছু হিন্দু ধর্ম বিরোধীদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। রিপাবলিক অব কৈলাশ ভারতকে অত্যন্ত উচ্চ স্থানে রাখে এবং ভারতকে গুরুপীদম হিসাবে সম্মান করে। ধন্যবাদ।”

ভিডিয়ো বার্তায় বিজয়প্রিয়া দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সংবাদমাধ্যমের একটি নির্দিষ্ট অংশ, যারা হিন্দু ধর্ম বিরোধী প্রচার চালায়, তারাই মন্তব্যকে বিকৃত করেছে। এই নিয়ে রিপাবলিক অব কৈলাশের তরফে ব্যাখ্যা দেওয়া হবে। তিনি বলেন, “আমরা ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই ধরনের হিন্দুত্ব-বিরোধী, যারা ক্রমাগত স্বামী নিত্যানন্দ ও কৈলাশের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়।” নিত্যানন্দের অফিসিয়াল টুইটারেও এই দাবি জানিয়ে টুইট করা হয়েছে।

এদিকে, নিত্যানন্দের প্রতিনিধির রাষ্ট্রপুঞ্জের মঞ্চে উপস্থিতি এবং সেখানে তাদের কল্পনাপ্রসূত দেশের সুরক্ষার দাবিতে যে বক্তব্য রাখেন, তা ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পরই রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়, এনজিও-র প্রতিনিধি হিসাবেই উপস্থিত হয়েছিলেন বিজয়প্রিয়া। তাঁর পেশ করা কোনও তথ্যই অপ্রাসঙ্গিক।

উল্লেখ্য, স্বামী নিত্যানন্দ হলেন একজন স্বঘোষিত ধর্মগুরু। তাঁর নিজস্ব একটি দেশও রয়েছে, যার নাম রিপাবলিক অব কৈলাশ। যদিও বাস্তবে এই দেশের কোনও অস্তিত নেই। ২০১০ সালে কর্নাটকের নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতারও করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু ২০২০ সালে নিত্যানন্দের জামিন বাতিল করা হয়। এরপরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ। বর্তমানে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।