Telangana: ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, ভোটমুখী তেলঙ্গানায় সনিয়া দিলেন ছয় বড় গ্যারান্টি

Congress' guarantees in Telangana: হায়দরাবাদের কাছে এক নির্বাচনী সমাবেশে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী এই গ্যারান্টি ঘোষণা করেন। নির্বাচনী জনসভায় সনিয়া বলেন, “তেলঙ্গনায় কংগ্রেস সরকার গড়া আমার স্বপ্ন। যে সরকার সমাজের সকল শ্রেণীর জন্য কাজ করবে। রাজ্যবাসীকে আসন্ন নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করার আবেদন জানিয়েছেন কংগ্রেস নেত্রী।

Telangana: ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, ভোটমুখী তেলঙ্গানায় সনিয়া দিলেন ছয় বড় গ্যারান্টি
সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গেImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 8:59 PM

হায়দরাবাদ: কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে, সেখানকার জনগণকে পাঁচটি গ্যারান্টি অর্থাৎ, নিশ্চিত প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। যা তাদের কর্নাটক বিজয়ে অন্যতম বড় ভূমিকা নিয়েছিল বলে মনে করা হয়। সেই সাফল্যে বলিয়ান হয়ে, তেলঙ্গনাতেও নির্বাচনের আগে ছয়টি গ্যারান্টি ঘোষণা করল কংগ্রেস। এদিন, হায়দরাবাদের কাছে এক নির্বাচনী সমাবেশে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী এই গ্যারান্টি ঘোষণা করেন। নির্বাচনী জনসভায় সনিয়া বলেন, “তেলঙ্গনায় কংগ্রেস সরকার গড়া আমার স্বপ্ন। যে সরকার সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করবে।” রাজ্যবাসীকে আসন্ন নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করার আবেদন জানিয়েছেন কংগ্রেস নেত্রী।

এদিন হায়দরাবাদের কাছে তুক্কুগুড়ায় এক নির্বাচনী সমাবেশের আয়োজন করেছিল কংগ্রেস। অসুস্থতার কারণে সনিয়া গান্ধীকে ইদানিং প্রকাশ্য সায় খুব বেশি দেখা যায় না। তবে, এদিনের সভায় তিনিই ছিলেন মুখ্য আকর্ষণ। ভাষণ দিতে গিয়ে সনিয়া গান্ধী বলেন, “আমরা ছয়টি গ্যারান্টি ঘোষণা করছি। সেগুলির প্রতিটি পূরণ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, তেলঙ্গনা রাজ্যের জন্মের সাক্ষী হওয়ার সুযোগ হয়েছিল তাঁর। সেই কারণে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। কিন্তু, কী কী গ্যারান্টি দিলেন সনিয়া? কর্নাটক নির্বাচনের আগে যে সকল গ্যারান্টি দিয়েছিল কংগ্রেস, তার সঙ্গে এদিনের দেওয়া গ্যারান্টিগুলির অনেক মিল রয়েছে।

সনিয়া জানিয়েছেন, ‘মহালক্ষ্মী প্রকল্পে’র অধীনে তেলঙ্গানার মহিলাদের প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রান্নার গ্যাসের সিলিন্ডার মিলবে মাত্র ৫০০ টাকায়। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। ‘ঋতু ভরসা প্রকল্পে’র অধীনে চাষী এবং ভাগচাষীদের বছরে ১৫০০০ টাকাত করে সহায়তা দেওয়া হবে। কৃষি শ্রমিকরা পাবেন ১২,০০০ টাকা করে। ‘গৃহজ্যোতি’ যোজনায় প্রতিটি বাড়িতে ২০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার গ্যারান্টিও দিয়েছে কংগ্রেস। ইন্দিরাম্মা ইন্দুলু গ্যারান্টির আওতায় গৃহহীনদের বাড়ি বানানোর জন্য জমি ও ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। যুব বিকাশম প্রকল্পে ছাত্রছাত্রীদের ৫ লক্ষ টাকা মূল্যের বিদ্যা ভরসা কার্ড দেওয়া হবে। প্রতিটি মহকুমায় তেলঙ্গানা ইন্টারন্যাশনাল স্কুল তৈরি করা হবে। চেয়ুথা প্রকল্পের আওতায় মাসে মাসে ৪০০০ টাকা পেনশন দেওয়া হবে।

অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, ঐক্য এবং সাংগঠনিক শৃঙ্খলার উপর জোর দিয়েছেন। দলীয় নেতাদের ব্যক্তিগত মতভেদকে দূরে সরিয়ে রেখে আসন্ন রাজ্য এবং লোকসভা নির্বাচনে পূর্ণ শক্তি দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার পরামর্শ দিয়েছেন তিনি। কংগ্রেস প্রধান জানান, দলের লক্ষ্য হল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করা এবং দেশে একটি বিকল্প সরকার গঠনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করা। মোদী সরকারকে কড়া আক্রমণ করে খাড়্গে বলেন, মৌলিক সমস্যাগুলি থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। দলের নেতাদের এই ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকতে এবং বাস্তব ইস্যুতে বেশি করে জোর দিতে বলেছেন তিনি। কংগ্রেস সভাপতি হিসেবে মহাত্মা গান্ধীর নির্বাচনের শতবর্ষ পূর্ণ হবে ২০২৪-এ। সেই কথা উল্লেখ করে কংগ্রেস সভাপতি বলেন, বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই মহাত্মাকে সবথেকে উপযুক্ত শ্রদ্ধাজ্ঞাপন হবে। আর তার জন্য তেলঙ্গানা বিধানসভা নির্বাচন থেকে স্পষ্ট বিজেপি বিরোধী বার্তা চাইছেন তিনি।