Prahlad Joshi: ‘সমস্ত ইস্যু নিয়েই সরকার আলোচনা করতে প্রস্তুত’, সর্বদলীয় বৈঠকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Parliament winter session: আগামী ৪ ডিসেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। মোট ১৯ দিনের মধ্যে ১৫ দিন অধিবেশন বসবে। এই অধিবেশনেই ন্যায় সংহিতা, জম্মু-কাশ্মীর বিধানসভার পুনর্গঠন, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে বলে সূত্রের খবর।

Prahlad Joshi: 'সমস্ত ইস্যু নিয়েই সরকার আলোচনা করতে প্রস্তুত', সর্বদলীয় বৈঠকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। ফাইল ছবিImage Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 5:37 PM

নয়া দিল্লি: আগামী ৪ ডিসেম্বর, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament winter session)। তার আগে ২ ডিসেম্বর, শনিবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল কেন্দ্র। এদিন বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (Prahlad Joshi) জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই বৈঠকে যোগ দিয়েছিলেন এবং অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর জন্য সব দলের কাছে আবেদন জানানো হয়েছে।

এদিনের সর্বদলীয় বৈঠকে মোট ২৩টি রাজনৈতিক দলের ৩০ জন নেতা যোগ দিয়েছিলেন বলে জানান প্রহ্লাদ যোশী। শীতকালীন অধিবেশনের সূচি তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এবারে ১৫ দিন অধিবেশন হবে। প্রতিদিন জিরো আওয়ার থাকবে। ইতিবাচক আলোচনা ও বিতর্কের জন্য সংসদের শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে আমরা প্রতিটি দলের কাছে অনুরোধ জানিয়েছি। নির্দিষ্ট নিয়ম এবং প্রক্রিয়া মেনেই আলোচনা হওয়া উচিত।” সুষ্ঠুভাবে আলোচনা হলে কেন্দ্র সমস্ত ইস্যু শুনতে প্রস্তুত বলেও জানিয়েছেন প্রহ্লাদ যোশী। তাঁর কথায়, “সমস্ত ইস্যু নিয়েই আলোচনা করতে প্রস্তুত। গঠনমূলক আলোচনার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত।”

সূত্রের খবর, সোমবার, শীতকালীন অধিবেশনের প্রথম দিনই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কিত এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় পেশ করা হতে পারে। সেই রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ দেওয়া হয়েছে। ফলে মহুয়া মৈত্রের সাংসদ পদ থাকবে কিনা সেটা নিয়ে সেদিনই লোকসভায় আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হতে পারে।

প্রসঙ্গত, আগামী ৪ ডিসেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। মোট ১৯ দিনের মধ্যে ১৫ দিন অধিবেশন বসবে। এই অধিবেশনেই ন্যায় সংহিতা, জম্মু-কাশ্মীর বিধানসভার পুনর্গঠন, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে বলে সূত্রের খবর।