Honour Killing: ভিন জাতের ছেলেকে বিয়ে! ভাইঝির গলা কেটে খুন করলেন কাকা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ বছরের ওই যুবতীর সঙ্গে রূপ চাঁদ মৌর্য নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা ভিন জাতের। যুবতী পালিয়ে আসেন। এবং রূপ চাঁদকে বিয়ে করেন। গত বছর নভেম্বর মাসে আদালতে বিয়ে করেছিলেন তাঁরা।
সীতাপুর: ফের পরিবারের সম্মানার্থে খুনের ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশ। ভিন জাতের যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন এক যুবতী। সে জন্য বাড়ি থেকে বের করে ওই যুবতীর গলা কেটে দিয়েছেন তাঁর কাকা। শনিবার বিকালে এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের সীতাপুর জেলার পিয়াওয়ান থানার অন্তর্গত বাজনগর গ্রামে। এক পুলিশ অফিসার জানিয়েছেন, গত বছর নভেম্বরে বিয়ে করেছিলেন ওই যুবতী। তার পর বাইরেই থাকতেন তাঁরা। সম্প্রতি গ্রামে ফিরেছিলেন ওই দম্পতি। তখনই সেখানেই তাঁর কাকা এসে হাজির হয়। বাড়ি থেকে টেনে বের করে আনে ওই যুবতীকে তার পর গলায় ছুরি চালিয়ে দেন। এর জেরেই মৃত্যু হয়েছে ওই যুবতীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ বছরের ওই যুবতীর সঙ্গে রূপ চাঁদ মৌর্য নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা ভিন জাতের। সেই সম্পর্কের কথা জানতে পেরে ওই যুবতীর কাকা তাঁকে তাঁর বাবা পুতন সিং তোমারের কাছে পাঠিয়ে দিয়েছিল। তাঁর বাবা গাজিয়াবাদে কাজ করতেন। সেখান থেকে ওই যুবতী পালিয়ে আসেন। এবং রূপ চাঁদকে বিয়ে করেন। গত বছর নভেম্বর মাসে আদালতে বিয়ে করেছিলেন তাঁরা। গত কয়েক দিন আগে গ্রামে ফিরেছিলেন ওই যুবতী। এর পরই যুবতীর কাকা শামু সিং সেখানে পৌঁছে যান। এবং যুবতীকে বাড়ি থেকে বের করে গলা কেটে খুন করেন।
সীতারাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনপি সিং জানিয়েছেন, ভাইঝিকে খুনের পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন শামু। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের মামলা রুজু হয়েছে। ভিন জাতের ছেলেকে বিয়ের জেরেই এই খুন বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।