Police Circular: অমাবস্যার এক সপ্তাহ আগে ও পরে রাতে অপরাধ বাড়ে! পঞ্জিকা দেখে নজরদারি বাড়ানোর নির্দেশ ডিজিপির
Uttar Pradesh: ১৪ অগস্টের নির্দেশিকায় ডিজিপি জানিয়েছেন অমাবস্যার এক সপ্তাহ আগে ও পরের রাতে সবথেকে বেশি অপরাধ বাড়ে। সমস্ত জেলার তথ্য বিশ্লেষণ করেই এই তথ্য জানা গিয়েছে।
লখনউ: অপরাধীদের ধরতে এবার দেখতে হবে হিন্দু ক্যালেন্ডার(Hindu Calender)-পঞ্জিকা! এমনই নিদান দিলেন পুলিশের ডিরেক্টর জেনারেল (DGP)। সার্কুলার ঘিরে তুমুল বিতর্কও শুরু হয়েছে। ডিজিপির দাবি, পুলিশি রেকর্ড বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে অমাবস্যার আগে ও পরের এক সপ্তাহ পরে অপরাধের সংখ্যা (Crime Rate) সবথেকে বেশি হয়। তাই এই সময়ে পুলিশি কড়া নজরদারির প্রয়োজন বলেই জানান তিনি।
এই অদ্ভুতুড়ে নির্দেশিকা দিয়েছেন উত্তর প্রদেশের ডিরেক্টর জেনারেল অব পুলিশ বিজয় কুমার। তিনি রাজ্যের পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন যে হিন্দু ক্যালেন্ডার বা পঞ্জিকা দেখে তারা যেন বের করেন কোন সময়ে অপরাধ সবথেকে বাড়বে, তা খুঁজে বের করতে এবং সেই অনুযায়ী নজরদারি বাড়াতে।
১৪ অগস্টের নির্দেশিকায় ডিজিপি জানিয়েছেন অমাবস্যার এক সপ্তাহ আগে ও পরের রাতে সবথেকে বেশি অপরাধ বাড়ে। সমস্ত জেলার তথ্য বিশ্লেষণ করেই এই তথ্য জানা গিয়েছে। প্রতি মাসে এই বিশ্লেষণ করা উচিত বলেই তিনি জানান। নির্দেশিকার সঙ্গে প্রতিটি থানায় হিন্দু ক্যালেন্ডারের একটি কপিও পাঠানো হয়েছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে যে ১৬ অগস্ট, ১৪ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর অমাবস্যা রয়েছে। তার আগের এক সপ্তাহ ও পরের এক সপ্তাহ বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশ আধিকারিকদের। রাতে পেট্রোলিংও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলার কোন কোন অঞ্চলে অপরাধ সবথেকে বেশি ঘটছে, তা চিহ্নিত করে সেখানে অভিযান চালানোর কথাও বলা হয়েছে।