Nadda on RG Kar: ‘পশ্চিমবঙ্গ সরকার আসল ঘটনা ধামাচাপা দিতে চাইছে’, গর্জে উঠলেন নাড্ডা

Nadda on RG Kar: নাড্ডার সাফ বক্তব্য, “কেন্দ্রীয় সরকার এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করবে না। কেন্দ্রীয় সরকারের চিকিৎসকদের উপর ঘটে চলা ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।” কিভাবে হবে সেই পদক্ষেপ, তার উপায় খোঁজ হচ্ছে।

Nadda on RG Kar: ‘পশ্চিমবঙ্গ সরকার আসল ঘটনা ধামাচাপা দিতে চাইছে’, গর্জে উঠলেন নাড্ডা
কী বলছেন নাড্ডা? Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2024 | 11:28 PM

নয়া দিল্লি: আরজি কর নিয়ে ফুঁসছে গোটা দেশ। একটাই দাবি, তিলোত্তমা হত্যার বিচার চাই। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের থেকে তদন্তভার চলে গিয়েছে সিবিআইয়ের হাতে। হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তথা বিজেপি সভাপতি জে পি নাড্ডা। বলছেন, “হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। সিবিআই দুধ কা দুধ পানি কা পানি সামনে আনবে। সত্য প্রকাশ্যে আনবে।”

তাঁর সাফ বক্তব্য, “কেন্দ্রীয় সরকার এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করবে না। কেন্দ্রীয় সরকারের চিকিৎসকদের উপর ঘটে চলা ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।” কিভাবে হবে সেই পদক্ষেপ, তার উপায় খোঁজ হচ্ছে। বিভিন্ন চিকিৎসক সংগঠনকে এ বিষয়ে আশ্বস্তও করেছেন তিনি।

একইসঙ্গে বাংলার সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। তাঁর দাবি বাংলার সরকার আসল ঘটনা চাপা দিতে চাইছে। বলছেন, “পশ্চিমবঙ্গ সরকার এই ঘটনা ধামাচাপা দিতে চাইছে। লুকোতে চাইছে। যা নিন্দার।” এখানেই না থেমে আরও বলেন, “এমনকি, পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই ঘটনা লুকোনোর সঙ্গে আম জনতার চোখে ধুলো দিতে চাইছে। ঘটনা চাপা দিতে চাইছে, তা নিন্দা করার শব্দ কম পড়ছে। আর জি করের ঘটনা সাড়া দেশকে নাড়িয়ে দিয়েছে। একটা হৃদয় বিদারক ঘটনা।”

বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, “বাংলা এমন একটি রাজ্য যেখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার ক্ষেত্রে একবারের শিখরে বা শীর্ষে পৌঁছে যাচ্ছে। যেখানে মহিলাদের উপরে অত্যাচার ক্রমেই বাড়ছে।”