আলু-সয়াবিনের তরকারি হয়েছিল হস্টেলে, রাতের খাবার মুখে দিতেই ঠেকল নরম রবারের মতো একটা জিনিস! বের করতেই শুরু বমি, ছুটতে হল হাসপাতালে
Hostel Food: ছাত্রদের অভিযোগ, হস্টেলে থাকা শিক্ষার্থীদের কাছ থেকে খাবারের জন্য প্রতি মাসে ২৬০০ টাকা নেওয়া হয়। তা সত্ত্বেও সঠিক খাবার দেওয়া হয় না। এর আগেও খাবারে পোকামাকড় পাওয়া গিয়েছে।
![আলু-সয়াবিনের তরকারি হয়েছিল হস্টেলে, রাতের খাবার মুখে দিতেই ঠেকল নরম রবারের মতো একটা জিনিস! বের করতেই শুরু বমি, ছুটতে হল হাসপাতালে আলু-সয়াবিনের তরকারি হয়েছিল হস্টেলে, রাতের খাবার মুখে দিতেই ঠেকল নরম রবারের মতো একটা জিনিস! বের করতেই শুরু বমি, ছুটতে হল হাসপাতালে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Hostel-Food.jpg?w=1280)
রাঁচি: মাসে মাসে ২৬০০ টাকা নেয় খাবারের জন্য। জোটে শুধু ট্যালট্যালে ডাল-ঝোল আর ভাত। আর সেই খাবারেও নাকি এইসব! খাবারের ভিতর থেকে বেরল মরা ইঁদুর। এক ছাত্রের পাতে মরা ইঁদুর পড়ে। ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেক ছাত্র। তাদের বমি, পেট খারাপ হয়। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করানো হয়। বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে যায়। বিক্ষোভ দেখাতে শুরু করেন পডুয়ারা। শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। গত ২৭ জানুয়ারি ছাত্রদের হস্টেলে নৈশভোজের সময় খাবারে মৃত ইঁদুরের বাচ্চা পাওয়া যায়। ওই বিষাক্ত খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন পড়ুয়ারা। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করানো হয়।
গোটা ঘটনায় শিক্ষার্থীরা কলেজের ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। রাতভর বিক্ষোভ চলে। সাংবাদিকতা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিন ব্লকের সামনে ব্যবস্থার উন্নতির দাবিতে বিক্ষোভ করে।
ছাত্রদের অভিযোগ, হস্টেলে থাকা শিক্ষার্থীদের কাছ থেকে খাবারের জন্য প্রতি মাসে ২৬০০ টাকা নেওয়া হয়। তা সত্ত্বেও সঠিক খাবার দেওয়া হয় না। এর আগেও খাবারে পোকামাকড় পাওয়া গিয়েছে। ২৭ জানুয়ারি রাতে তাদের রাতের খাবারে আলু ও সয়াবিনের তরকারি দেওয়া হয়েছিল। সেই খাবারেই একটি মৃত ইঁদুরের বাচ্চা পাওয়া যায়। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেক পড়ুয়া। ছাত্রদের পেটে ব্যথা ও বমি হতে শুরু করে। বিক্ষোভ দেখিয়ে শিক্ষার্থীরা মেসে তালা দিয়ে দেন।
বিক্ষোভকারী পড়ুয়ারা বলেন, “আমাদের থেকে যখন টাকা নেওয়া হয়, তাহলে কেন এত খারাপ খাবার দেওয়া হয়? প্রশাসনের উচিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া”। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, কলেজের গার্ডরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।
সেন্ট্রাল ইউনিভার্সিটির বয়েজ হস্টেলে প্রায় ৪০০ ছাত্র থাকেন। গার্লস হস্টেলেও শতাধিক ছাত্রী থাকে। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে শিক্ষার্থীদের বিক্ষোভ এখনও জারি রয়েছে।
![পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে... পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-happens-if-people-eat-Onion-and-Garlic-know-from-expert.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Here-are-5-smoothie-detox-to-ease-period-cramps-naturally.jpg?w=670&ar=16:9)
![রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়? রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-does-mean-of-covering-the-tulsi-plant-at-night.jpg?w=670&ar=16:9)
![স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের? স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/According-to-Chanakya-Niti-know-the-ideal-age-gap-between-husband-and-wife-to-achieve-happy-married-life.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন... পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premanand-Maharaj-says-when-women-not-to-enter-at-kitchen.jpg?w=670&ar=16:9)
![বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি? বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Beef.jpg?w=670&ar=16:9)