Mumbai Covid-19 Scare: ফের মুম্বইয়ে করোনার থাবা! যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতির নির্দেশ
Mumbai Covid-19 Scare: বুধবার (১ জুন) মুম্বই শহরে ফের লাফিয়ে বাড়ল করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা। একই সঙ্গে বেড়েছে পজিটিভিটি রেটও।
মুম্বই: ফের করোনার থাবা মুম্বইয়ে। বুধবার (১ জুন) মুম্বই শহর থেকে ৭৩৯ টি নতুন সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। ১ ফেব্রুয়ারির পর থেকে বাণিজ্য নগরীতে এত বেশি সংক্রমণ আর দেখা যায়নি। ওই দিন মুম্বই থেকে ৮০৩ টি নতুন সংক্রমণ সনাক্ত করা হয়েছিল। বস্তুত, গত কয়েকদিন ধরেই মুম্বই শহরের কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ফের ধীরে ধীরে বাড়ছিল। মঙ্গলবার শহরের পজিটিভিটি রেট, অর্থাৎ প্রতি ১০০ জনে আক্রান্তের সংখ্যা ছিল ৬। একদিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৪ শতাংশ। আর মহারাষ্ট্র থেকে এদিন দৈনিক নতুন সংক্রমণ রিপোর্ট করা হয়েছে ১০৮১টি।
আবার কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে মুম্বই স্বাস্থ্য কর্তৃপক্ষ, যুদ্ধকালীন তৎপরতায় করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বৃহন্মুম্বই মিউনিসিপ্য়াল কর্পোরেশনের পক্ষ থেকে ১২ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের টিকাকরণ এবং বাকিদের জন্য বুস্টার ডোজ দেওয়ার উপরে জোর দেওয়া হয়েছে। বিএমসির কমিশনার ইকবাল সিং চাহাল বলেছেন, ‘মুম্বইয়ে দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বর্ষা এসে গিয়েছে, আমরা এখন উপসর্গ-সহ কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে দ্রুত বৃদ্ধি দেখতে পাব’।
ফের রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় বিএমসি, মালাদে স্থাপিত বড় আকারের ফিল্ড হাসপাতালে পর্যাপ্ত কর্মী মোতায়েন করতে বলা হয়েছে। ফিল্ড হাসপাতালটিকে বর্ষার সময়ে রোগী বৃদ্ধির জন্য প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালটিতে জল বের করার পাম্প, কাঠামোগত স্থিতাবস্থার শংসাপত্র, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, মেডিকেল ও প্যারামেডিক স্টাফ, অক্সিজেন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এবং প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে সম্পূর্ণ সুসজ্জিত রাখার নির্দেশ দিয়েছেন বিএমসির কমিশনার। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে। বেসরকারি গবেষণাগারগুলিকেও সম্পূর্ণ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত মে মাস থেকেই ধারাবাহিকভাবে মুম্বই শহরের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবারই, ৬ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো বাণিজ্য নগরের দৈনিক নতুন করোনা সংক্রমণের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছিল। সব থেকে আশঙ্কার তথ্য হল, ধারাভি বস্তি থেকে বুধবারই ১০টি নতুন সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। সব মিলিয়ে এখন এই ঘনবসতি পূর্ণ এলাকা চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭-এ। বিএমসির পক্ষ থেকে জানানো হয়েছে, মে মাসের শুরুতে ধারাভিতে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যতে নামিয়ে আনা গিয়েছিল। কিন্তু, ১৫ মে থেকে ফের দ্রুত গতিতে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।
বর্তমানে, মহারাষ্ট্রের মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩,৪৭৫। বুধবার বিকালে প্রকাশিত বুলেটিন অনুযায়ী মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮,৮৭,০৮৬। অন্যদিকে, এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১,৪৭,৮৬০ জনের।