গোয়ার রিসর্টে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গুজরাটের ব্যক্তি
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। নর্থ গোয়ার মাপুসা শহরের কাছে থিভিম গ্রাম থেকে গ্রেফতার করা হয় ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে। তবে নির্যাতিতার বয়সের বিষয়ে কিছু জানানো হয়নি পুলিশের তরফে।
গোয়া: মহিলা পর্যটককে ধর্ষণের অভিযোগে গুজরাটের এক ব্যক্তিকে গ্রেফতার করল গোয়া পুলিশ। উত্তর গোয়ার আসোনোরা গ্রামের একটি রিসর্টে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ধর্ষণের ঘটনাটি ঘটেছে ২৩ অগস্ট। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ৪৭ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, কয়েক মাস আগে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে নির্যাতিতা মহিলার বিমান যাত্রার সময় আলাপ হয়েছিল।
এই ঘটনা নিয়ে ডেপুটি পুলিশ সুপার জিভবা দালভি বলেছেন, “ওই ব্যক্তির সঙ্গে ওই মহিলার বিমানে আলাপ হয়েছিল। সেখানে বন্ধুত্ব হওয়ার পর ফোন নম্বর আদান প্রদান করেন দুজনে। ফোনে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। এই সপ্তাহের শুরুতে ওই মহিলা ও অভিযুক্ত ব্যক্তি আলাদা ভাবেই গোয়া এসেছিলেন। ২৩ অগস্ট অভিযুক্ত মহিলাকে ফোন করেন। তাঁর রিসর্টে আসতে বলেন। সেই মতো ওই মহিলা রিসর্টে গিয়েছিলেন। সে সময় ওই ব্যক্তি রিসর্টের ঘরে ঢেকে মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে না বলার জন্য অভিযুক্ত হুমকি দেয়।”
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। নর্থ গোয়ার মাপুসা শহরের কাছে থিভিম গ্রাম থেকে গ্রেফতার করা হয় ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে। তবে নির্যাতিতার বয়সের বিষয়ে কিছু জানানো হয়নি পুলিশের তরফে।