Museum: বিশ্বের বৃহত্তম মিউজিয়াম তৈরি হচ্ছে রাজধানীতে, নাম ‘যুগে যুগে ভারত’, থাকবে দেশের ৫ হাজার বছরের ইতিহাস
তিন তলা সেই মিউজিয়াম তৈরি হবে ১ লক্ষ ১৭ হাজার বর্গমিটার এলাকা জুড়ে। মিউজিয়ামে থাকবে ৯৫০টি ঘর। দিল্লির নর্থ ব্লক ও সাউথ ব্লকের মধ্যবর্তী এলাকায় তৈরি করা হবে এই মিউজিয়াম।
নয়াদিল্লি: বিশ্বের সবথেকে বড় মিউজিয়াম তৈরি হবে ভারতে। দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে এই মিউজিয়াম গড়ে তোলা হবে। সেই মিউজিয়ামে তুলে ধরা হবে ভারতের ৫ হাজার বছরের ইতিহাস। আটটি থিমাটিক বিভাগ থাকবে মিউজিয়ামের অন্দরে। তিন তলা সেই মিউজিয়াম তৈরি হবে ১ লক্ষ ১৭ হাজার বর্গমিটার এলাকা জুড়ে। মিউজিয়ামে থাকবে ৯৫০টি ঘর। দিল্লির নর্থ ব্লক ও সাউথ ব্লকের মধ্যবর্তী এলাকায় তৈরি করা হবে এই মিউজিয়াম। এর নাম দেওয়া হয়েছে যুগে যুগে ভারত ন্যাশনাল মিউজিয়াম।
১৮ মে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উপলক্ষ্যে প্রগতি ময়দানের একচটি অনুষ্ঠানে এই মিউজিয়ামের কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। গত বুধবার এক্সিবিশন কাম কনভেনশন সেন্টার (আইইসিসি)-এর উদ্বেধন করেছেন মোদী। ২৭০০ কোটির সেই প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে যুগে যুগে ভারত ন্যাশনাল মিউজিয়ামের ঘোষণা।
দিল্লির অফিসার সূত্রে জানা গিয়েছে, প্রাচীন ভারত, তৎ পরবর্তী সময়, আধুনিক ভারত, ঔপনিবেশিক সময়কাল, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী সময়- প্রায় ৫ হাজার বছরের ইতিহাস তুলে ধরবে এই মিউজিয়াম। বেদ-উপনিষদের সময়কাল, উপনিবেশ সময় (ব্রিটিশ, পর্তুগ্রিজ এবং অন্যান্য ইউরোপিয়ান শক্তির ভারতে প্রবেশ), প্রাচীন কালের চিকিৎসা বিজ্ঞান, গুপ্ত যুগ, মৌর্য যুগ, মুঘল রাজত্ব, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিভিন্ন ভাবে তুলে ধরা হবে মিউজিয়ামে। কেন্দ্রীয় মন্ত্রী মীণাক্ষী লেখি জানিয়েছেন, কর্তব্য পথের অংশ হিসাবে গড়ে তোলা হবে এই মিউজিয়াম।