Nisith Pramanik: ৩০ লক্ষ টাকার বিমা রয়েছে নিশীথের, কত টাকার জমি-বাড়ি আছে কোচবিহারের বিজেপি প্রার্থীর?
Nisith Pramanik: শুধু লোকসভা নির্বাচন নয়, বিধানসভা নির্বাচনে ভোট পেতেও কোনও অসুবিধা হয়নি তাঁর। ২০২১ সালেও জিতেছিলেন নিশীথ, তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে দেন ফল প্রকাশের কয়েকদিন পরই। বলা বাহুল্য, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী পদে থাকা সেই নিশীথ প্রমাণিক এবারও বিজেপির ভরসা। হলফনামায় পেশ করা তথ্য অনুযায়ী, নিশীথের আয় বলতে প্রাইমারির চাকরি আর সাংসদ পদের ভাতা।
কলকাতা: ঘাসফুলের হাত ধরে শুরু রাজনীতি। পরে ফুল বদল। ২০১৯ সালে বিজেপির টিকিটে সাংসদ হন নিশীথ প্রামাণিক। রাজনৈতিক পথচলা খুব বেশিদিনের নয়। তবে এই অল্প সময়েই কখনও বাংলার রাজনীতিতে তর্কে-বিতর্কে উঠে এসেছে কোচবিহারের এই তরুণ নেতার নাম। দিল্লিতেও পরিচিতি পেতে অসুবিধা হয়নি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক নিশীথ প্রামাণিকের। প্রথমবার সাংসদ হয়েই কেন্দ্রীয় মন্ত্রীর পদ পান নিশীথ, শুধু তাই নয়, একেবারে অমিত শাহের ডেপুটি।
শুধু লোকসভা নির্বাচন নয়, বিধানসভা নির্বাচনে ভোট পেতেও কোনও অসুবিধা হয়নি তাঁর। ২০২১ সালেও জিতেছিলেন নিশীথ, তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে দেন ফল প্রকাশের কয়েকদিন পরই। বলা বাহুল্য, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী পদে থাকা সেই নিশীথ প্রমাণিক এবারও বিজেপির ভরসা। হলফনামায় পেশ করা তথ্য অনুযায়ী, নিশীথের আয় বলতে প্রাইমারির চাকরি আর সাংসদ পদের ভাতা।
কত সম্পত্তি রয়েছে নিশীথের, দেখে নিন একনজরে
হলফনামা অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষ অর্থাৎ গত বছর নিশীথ প্রামাণিকের আয় ছিল ১২ লক্ষ ৩৪ হাজার ৫৭৪ টাকা। তার আগে অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে আয় ছিল ১০ লক্ষ ৭২ হাজার ১২২ টাকা। ২০২১-২২- নিশীথের আয় তুলনামূলকভাবে কম ছিল। অঙ্কটা ছিল ৫ লক্ষ ৮০ হাজার ১৪০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে নিশীথের আয়ের অঙ্ক ছিল ১১ লক্ষ ৪৭ হাজার ৬৭০ টাকা ও তার আগের বছর নিশীথ আয় করেছিলেন ৭ লক্ষ ৫১ হাজার ১২০ টাকা।
হলফনামা অনুযায়ী, নিশীথের হাতে রয়েছে নগদ ৪০ হাজার ১৫০ টাকা। এছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাঙ্কে জমাও রয়েছে বেশ কিছু টাকা। এর মধ্য়ে সবথেকে বেশি টাকা জমা রয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার দুটি অ্যাকাউন্টে। একটিতে রয়েছে ৪ লক্ষ ৯৯ হাজার ৭৮৭ টাকা, অপরটিতে রয়েছে ২ লক্ষ ৭৯ হাজার ২৪৯ টাকা। তাঁর স্ত্রীর হাতে রয়েছে নগদ ৫ হাজার ২১০ টাকা ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১৫ হাজার ২০০ টাকা।
মোট দুটি বিমা রয়েছে নিশীথ প্রামাণিকের। একটি বিমার অঙ্ক সাড়ে ৭ লক্ষ টাকা ও অপরটি ৩০ লক্ষ টাকার বিমা। তাঁর স্ত্রীর নামেও একটি ৫ লক্ষ টাকার বিমা রয়েছে।
নিশীথের দেওয়া হিসেব অনুযায়ী, তাঁর নামে রয়েছে ২ লক্ষ ৯৭ হাজার টাকার সোনা আর তাঁর স্ত্রীর নামে রয়েছে ৫ লক্ষ ৭০ হাজার টাকার সোনা। সব মিলিয়ে নিশীথের সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে ৪৯ লক্ষ ২২ হাজার ২৮৯ টাকা আর তাঁর স্ত্রীর সম্পত্তি ১০ লক্ষ ৯০ হাজার ৪১০ টাকা। কোচবিহারের বিজেপি প্রার্থীর নামে যে জমিজমা আছে, তার বর্তমান বাজারমূল্য ২৫ লক্ষ টাকা। জমি-বাড়ি সব মিলিয়ে ৪৩ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে তাঁর।