Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবার চাকরি নেই অথচ স্কুল ৫০ শতাংশ ফি বাড়িয়ে দিল, বাসন্তী হাইওয়ে আটকে ক্ষোভে ফেটে পড়ল পড়ুয়ারা

School Fee Hike: বারবার এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছে তারা। কিন্তু তা আমলই দিচ্ছে না স্কুল। কোনও ভাবেই তারা এই বর্ধিত টাকা দিতে পারবেন না বলে দাবি তুলে এদিন পথ অবরোধে নামে।

বাবার চাকরি নেই অথচ স্কুল ৫০ শতাংশ ফি বাড়িয়ে দিল, বাসন্তী হাইওয়ে আটকে ক্ষোভে ফেটে পড়ল পড়ুয়ারা
নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 6:06 PM

পৌলমী রায় বন্দ্যোপাধ্যায়: অতিমারি পরিস্থিতিতে থমকে গিয়েছে অর্থনীতি। কাজ হারিয়েছেন বহু মানুষ। অথচ এরইমধ্যে ৫০ শতাংশ স্কুল ফি বাড়ানোর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদে শনিবার বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে তাদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়ে তারা। দাবি একটাই, স্কুলকে সিদ্ধান্ত বদলাতে হবে।

বাসন্তী হাইওয়ে থেকে ঢিল ছোড়া দূরত্বে চৌবাগা হাইস্কুল। অভিযোগ, সম্প্রতি এই স্কুলে ভর্তির ফি ৫০ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মূলত একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য এতদিন যে টাকা অভিভাবকরা দিতেন, এবার তার থেকে ৫০ শতাংশ বেশি টাকা দিতে বলা হয়েছে।

পড়ুয়াদের অভিযোগ, হঠাৎ করে স্কুল জানিয়েছে এবার ভর্তির জন্য প্রায় দেড় হাজার টাকা দিতে হবে। অথচ অতিমারির পরিস্থিতিতে অনেকেরই বাবা মায়ের কাজ নেই। পড়ুয়াদের বক্তব্য, আগের বেতন দেওয়াই যেখানে কষ্টসাধ্য, সেখানে এতটা টাকা বাড়িয়ে দেওয়া অমানবিক।

আরও পড়ুন: বিধানসভার আদব কায়দা শেখাতে বিজেপির ‘কোচিং’, ক্লাস নিচ্ছেন ‘দিলীপ স্যার’, ‘শুভেন্দু স্যার’

অভিযোগ, বারবার এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছে তারা। কিন্তু তা আমলই দিচ্ছে না স্কুল। কোনও ভাবেই তারা এই বর্ধিত টাকা দিতে পারবেন না বলে দাবি তুলে এদিন পথ অবরোধে নামে। শনিবার সকাল থেকে বাসন্তী হাইওয়েতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। তাদের দাবি, স্কুল কর্তৃপক্ষকে এসে কথা বলতে হবে। পুলিশ ঘটনাস্থলে এলে দফায় দফায় বাদানুবাদ চলে দু’পক্ষের। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত স্কুলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।