নন্দীগ্রামে জখম সেই পায়ে ব্যথা অনুভব, এমআর বাঙুরে এমআরআই হল মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: ১০ মার্চ ২০২১। ভোট প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্য়ায়। স্থানীয় বিরুলিয়া বাজার এলাকায় গাড়ির দরজায় গুরুতর চোট পান তিনি।
কলকাতা: মার্চে নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গোটা ভোটপর্ব পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল তাঁর। পাহাড় থেকে জঙ্গলমহল, হুইল চেয়ারে বসেই সেরেছেন ভোটের প্রচার। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছেন। তবে, ইদানিং ফের সেই পুরনো ব্যথা কিছুটা উপদ্রব শুরু করেছে। সে কারণে বৃহস্পতিবার এমআর বাঙুরে পায়ের এমআরআইও করিয়েছেন তিনি।
এদিন জয়া দত্ত, সুদীপ রাহাকে দেখতে এসএসকেএমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই নিজের পায়ের এমআরআই করাতে এমআর বাঙুরে যান তিনি। সূত্রের খবর, পায়ে ব্যথা অনুভব করায় চিকিৎসকদের পরামর্শ মেনেই এমআরআই করিয়েছেন তিনি।
১০ মার্চ ২০২১। ভোট প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্য়ায়। স্থানীয় বিরুলিয়া বাজার এলাকায় গাড়ির দরজায় গুরুতর চোট পান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন অভিযোগ তুলেছিলেন, “একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করছিলাম। সেই সময় কোনও পুলিশ ছিল না। এসপি ছিল না। চার-পাঁচ জন পায়ের উপর দরজা বন্ধ করে দেয়।” এরপরই বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পান তিনি। তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।
এরপর এই ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয় ভোটের বাংলায়। একদিকে তৃণমূল কংগ্রেস যেমন এই ঘটনাকে ইচ্ছাকৃত বলে অভিযোগ তোলে। পাল্টা বিজেপির তরফে দাবি তোলা হয়, মুখ্যমন্ত্রী সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। এই প্রেক্ষিতে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছিলেন,”রাজ্যের আইন-শৃঙ্খলা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সে ক্ষেত্রে আঙুল উঠবে রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতির দিকে। মুখ্যমন্ত্রী তো পুলিশমন্ত্রীও বটে। এর আগে দেখেছি এক মন্ত্রীকে বোমার আঘাতে আহত হল। এখন উনি চোট পেয়ে চক্রান্তের অভিযোগ করছেন। তাহলে সাধারণ মানুষের সুরক্ষার কী হবে? এর জবাব ওনাকেই দিতে হবে।”
নন্দীগ্রামের এই ঘটনা ঘিরে পরে কম জলঘোলা হয়নি। মাইলের পর মাইল পদযাত্রা করে ভোটের প্রচারে ঝড় তোলা মমতা বন্দ্যোপাধ্যায় এবার হুইল চেয়ারে বসেই ভোট প্রচার সারেন। প্রতিটি প্রচার মঞ্চ থেকেই তিনি তাঁর পায়ের আঘাত প্রসঙ্গে বিজেপিকে কাঠগড়ায় তোলেন। যেহেতু এই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসাবে শুভেন্দু অধিকারী ছিলেন, অতিরিক্ত তির তাঁর দিকেই ধেয়ে যায়। সেই ঘটনার রেশ বহু দূর পৌঁছয়। ইদানিং ফের সেই ব্যথা দেখা দিয়েছে মুখ্যমন্ত্রীর পায়ে। চিকিৎসকদের পরামর্শ মেনে বৃহস্পতিবার এমআর বাঙুরে এমআরআই করান তিনি। আরও পড়ুন: ওলা-উবেরের সঙ্গে টক্কর দিতে এবার কলকাতায় নয়া অ্যাপ ক্যাব!