JP Nadda: ‘পরিবারতন্ত্র, দুর্নীতি অসুরীয় শক্তি…’, ঠাকুর দেখতে এসে বললেন নাড্ডা
JP Nadda: সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো ঘুরে দেখলেন নাড্ডা। দেশ ও সমাজের আরও ভাল করে উন্নয়নের জন্য, দেবীর কাছে শুভ শক্তির প্রার্থনা করলেন। একই সঙ্গে অসুরীয় শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেবী দুর্গার কাছে শক্তি চাইলেন তিনি।
কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পর এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও দেখে গেলেন কলকাতার ‘রামমন্দির’। সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো ঘুরে দেখলেন তিনি। দেশ ও সমাজের আরও ভাল করে উন্নয়নের জন্য, দেবীর কাছে শুভ শক্তির প্রার্থনা করলেন। একই সঙ্গে অসুরীয় শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেবী দুর্গার কাছে শক্তি চাইলেন তিনি। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ ঘুরে দেখে নাড্ডা বললেন, “পরিবারতন্ত্র, দুর্নীতি, অনুপ্রবেশের মতো অসুরীয় শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেবী দুর্গা যাতে আমাদের শক্তি দেন, সেই প্রার্থনা করছি।”
বিজেপির সর্বভারতীয় সভাপতির কথায়, “যে শক্তি সমাজের ক্ষতি করে সেই অসুরীয় শক্তিগুলির বিনাশ করার জন্য দেবী দুর্গা যেন আমাদের শক্তি দেন।” একইসঙ্গে ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর পক্ষেও সওয়াল করলেন তিনি। বললেন, “এখানে রাম মন্দির আমাদের শক্তি দিচ্ছে। অযোধ্যায় যে রামমন্দির হচ্ছে, তা আপনারা এখানে করছেন। আপনাদের ধন্যবাদ।”
কিছুদিন আগেই দ্বিতীয়ায় সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছিলেন অমিত শাহ। পুজোর উদ্বোধন করে গিয়েছেন তিনি। এরপর থেকে বিজেপির একের পর এক তাবড় নেতা কলকাতামুখী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘুরে দেখেছেন কলকাতার বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপ। তেজস্বী সূর্যও কলকাতায় ঠাকুর দেখতে এসেছেন। আর আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখলেন।
কলকাতার দুর্গাপুজো দেখতে সপ্তমীতে ঝটিকা সফরে এসেছিলেন তিনি। লেবুতলা পার্ক-সহ শহরের বিভিন্ন পুজো মণ্ডপ দর্শন করে আবার কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি। আজই ফিরে যাবেন দিল্লিতে। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এটাই শেষ দুর্গাপুজো বাংলায়। সেক্ষেত্রে বিজেপির তাবড় মহারথীদের দুর্গাপুজোয় ঠাকুর দেখতে কলকাতায় আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।