Zareen Khan: প্রতারণার মামলায় শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ জ়ারিনের, শর্তসাপেক্ষে মিলল জামিন

Zareen Khan Bail: ২০১৮ সালে কালীপুজোর অনুষ্ঠানে কলকাতা ও আশপাশের বেশ কয়েকটি জায়গায় কালীপুজোর অনুষ্ঠানে আসার কথা ছিল জ়ারিনের। অভিযোগ, সেই মতো ম্যানেজার মারফত ১২ লাখ টাকা অগ্রিম নিয়েও শেষ পর্যন্ত অনুষ্ঠানে আসেননি তিনি। সেই ঘটনার প্রেক্ষিতে বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।

Zareen Khan: প্রতারণার মামলায় শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ জ়ারিনের, শর্তসাপেক্ষে মিলল জামিন
জ়ারিন খান Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 10:33 PM

কলকাতা: শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করলেন বলিউড অভিনেত্রী জ়ারিন খান। শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের এজলাসে সোমবার হাজিরা দেন অভিনেত্রী। ২০১৮ সালে কালীপুজোর অনুষ্ঠানে কলকাতা ও আশপাশের বেশ কয়েকটি জায়গায় কালীপুজোর অনুষ্ঠানে আসার কথা ছিল জ়ারিনের। অভিযোগ, সেই মতো ম্যানেজার মারফত ১২ লাখ টাকা অগ্রিম নিয়েও শেষ পর্যন্ত অনুষ্ঠানে আসেননি তিনি। সেই ঘটনার প্রেক্ষিতে বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অভিযোগের প্রেক্ষিতে চার্জশিট দাখিল করে নারকেলডাঙা থানা। সেই মামলায় গত সেপ্টেম্বর মাসে জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এদিন আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন জ়ারিন। উল্লেখ্য, সলমন খানের সঙ্গে ‘বীর’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।

সোমবার শিয়ালদহ আদালতে বলিউড অভিনেত্রীর হয়ে জামিনের জন্য আবেদন করেন তাঁর আইনজীবী পবন আগরওয়াল। দু’পক্ষের বক্তব্য শোনার পর শর্তসাপেক্ষে জ়ারিন খানের জামিনের আর্জি মঞ্জুর করে আদালত। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে বিচারক জামিন মঞ্জুর করেছেন অভিনেত্রীর। সঙ্গে শর্ত রয়েছে, আদালতের থেকে আগাম অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে পা রাখতে পারবেন না। আগামী ২৬ ডিসেম্বর এই মামলার পরবর্কতী শুনানি রয়েছে। সেদিনও অভিনেত্রীকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দাবি, ২০১৮ সালে কলকাতা ও সংলগ্ন এলাকায় মোট ছ’টি কালীপুজোর উদ্বোধনে আসার কথা ছিল অভিনেত্রীর। সেই মতো অগ্রিম টাকা নিয়েও শেষ পর্যন্ত জ়ারিন আর আসেননি বলেই অভিযোগ তাদের।

উল্লেখ্য, সেই ঘটনার প্রেক্ষিতে নারকেলডাঙা থানায় অভিযোগ জানানো হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার বিরুদ্ধে। এফআইআর দায়ের হয়। জারিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৫০৬, ১২০ বি ও ৪২০ ধারায় মামলা রুজু হয়।