শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গিয়েছে পুণ্য তিথি। চলবে রবিবার সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত। মকর সংক্রান্তিতে (Makar Sankranti 2023) পুণ্যস্নানের জন্য ইতিমধ্যেই লাখো লাখো মানুষের ঢল মেনেছে গঙ্গাসাগরে (Gangasagar Mela 2023)। রকমারি আলোর সাজে সেজে উঠেছে গোটা মেলা প্রাঙ্গন।
1 / 8
নাইট ড্রোন ক্যামেরাতেও ধরা পড়েছে এবারের গঙ্গাসাগর মেলার কিছু চোখ ধাঁধানো ছবি। সূত্রের খবর, শনিবার দুপুর তিনটে পর্যন্ত গঙ্গাসাগরে ভিড় করেছেন প্রায় ৩৯ লক্ষ মানুষ। অন্যদিকে সাগর মেলাকে জমজমাট করতে একাধিক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।
2 / 8
এবারে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনেই রাজ্যের পাঁচটি মন্দিরকে একসঙ্গে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। রয়েছে তারকেশ্বর (Tarakeshwar), কালীঘাট (Kalighat), দক্ষিণেশ্বর (Dakshineswar), তারাপিঠ এবং জহুরা কালীবাড়ি।
3 / 8
মেলার মোট বাজেট ১৫০ কোটি টাকা। তবে সাধারণ মানুষের কথা ভেবে গোটা মেলা প্রাঙ্গনের নিরাপত্তা ব্যবস্থাও বেশ আঁটোসাঁটো করা হয়েছে। নজরদারির জন্য পুলিশ-প্রশাসনের তরফে বসেছে ৬টি টাওয়ার। দূর-দূরান্তের পুণ্যার্থীদের কথা মাথায় রেখে ৭ টি ভাষায় চলছে মাইকিং।
4 / 8
জোর দেওয়া হচ্ছে জনস্বাস্থ্যের উপরেও। মেলায় বিভিন্ন জায়গায় খাবার দেওয়া হয়, সেই সমস্ত খাবার ও খাবার তৈরির উপকরণ পরীক্ষা করা হচ্ছে। সর্বক্ষণের জন্য যে কোনও প্রয়োজনে তৈরি রয়েছেন ৭০০ স্বাস্থ্য পরিষেবা কর্মী।
5 / 8
ইতিমধ্যেই সাগরে গিয়ে তিনজনের হৃদরোগে মৃত্যুর খবর মিলেছে। তারমধ্যে শুক্রবার মারা গিয়েছিলেন ১ জন। শনিবার মারা গিয়েছেন ২ জন। পাশাপাশি ১২ জন অসুস্থ ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
6 / 8
এয়ারলিফ্ট করা হয়েছে দুজন ব্যক্তিকে। অন্যদিকে ই-স্নান থেকে ই-পুজোর বহর বেড়েছে গঙ্গাসাগরে। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ই-দর্শন করেছেন ৬০ লক্ষ ৪০ হাজার মানুষ।
7 / 8
পাশাপাশি ই-স্নান করেছেন ৩ হাজার ৫৫৪ জন। ই-পুজো দিয়েছেন ২০ লক্ষেরও বেশি মানুষ। শনিবার দুপুর পর্যন্ত ৩২ জন মানুষ মেলায় হারিয়ে গিয়েছিলেন। তাঁদের সকলকেই উদ্ধার হয়েছে।