Mamata on Buddhadeb: মনে হল আমাকে দেখে হাত নাড়লেন বুদ্ধবাবু: মমতা
Mamata Banerjee: এ দিন বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছুক্ষণ হাসপাতালে ছিলেন তিনি। খোঁজ নেন বুদ্ধবাবুর শারীরিক অবস্থার।
কলকাতা: আগের থেকে এখন একটু ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে নন ইনভেসিভ ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। এ দিন বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছুক্ষণ হাসপাতালে ছিলেন তিনি। খোঁজ নেন বুদ্ধবাবুর শারীরিক অবস্থার।
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বুদ্ধদেব ভট্টাচার্য তাঁকে দেখে রেসপন্স করেছেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা পরিষেবার প্রশংসাও করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “হাসপাতালে ট্রিটমেন্ট চলছে। ওরা সকলে সাধ্যমতো চেষ্টা করছে। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আমার মনে হল উনি আমায় দেখে হাত নাড়লেন। এখন ভালই আছেন। ওনার জ্ঞান আছে ভালই। প্যারামিটারগুলি অনেকটাই ঠিক আছে।”
উল্লেখ্য, গত শনিবার তীব্র শ্বাসকষ্ট নিয়ে উডল্যান্ডে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। রাইস টিউবে তরল খাবার দেওয়া হচ্ছিল তাঁকে। তবে চিকিৎসকদের দাবি আগের তুলনায় অনেকটাই ভাল রয়েছেন তিনি। শরীরে কমেছে ক্রিয়েটিনিনের মাত্রাও। চিকিৎসকদের ডাকে ইশারায় হ্যাঁ বা না বোঝানোর চেষ্টা করছেন তিনি।সোমবার সকালে বুদ্ধবাবুর ব্লাড প্রেসার স্বাভাবিক রয়েছে বলে হাসপাতালের মেডিক্যাল বোর্ড সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, বুদ্ধবাবু কেমন আছেন শনিবার ফোনেই খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর আজ উপস্থিত হন হাসপাতালে। গতকাল হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।