AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কন্ট্রোল রুম তৈরি হচ্ছে উপান্নে, টানা দু’দিন ইয়াসের উপর নজরদারি চালাবেন মমতা

উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। আমপানের মতো ইয়াসের সময় পরপর দু'দিন কন্ট্রোল রুমেই সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কন্ট্রোল রুম তৈরি হচ্ছে উপান্নে, টানা দু'দিন ইয়াসের উপর নজরদারি চালাবেন মমতা
ফাইল ছবি
| Updated on: May 22, 2021 | 6:24 PM
Share

কলকাতা: বছরখানেক আগে আমফানের সময় অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দিতে হয়েছিল রাজ্য সরকারকে। যতটা ভাবা হয়েছিল, তার চেয়েও অনেকটা বেশি ক্ষতি করে গিয়েছিল ঠিক এক বছর আগে আসা এই ঘূর্ণিঝড়। গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বার প্রস্তুতিতে আর কোনও খামতি রাখতে চাইছে না নবান্ন এবং কলকাতা পুরসভা। ইয়াসের আগমন বার্তা পাওয়ার পর থেকেই একের পর এক উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। আমফানের মতোই ইয়াসের সময়ও পরপর দু’দিন কন্ট্রোল রুমেই সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমপানের ঝড় রাজ্যে আছড়ে পড়েছিল বিকেলে। সেদিন দুপুর থেকেই নবান্নর কন্ট্রোল রুমে ঠায় বসেছিলেন মমতা মুখ্যমন্ত্রী। বেরিয়েছিলেন ঝড় কেটে যাওয়ার পর। এ বারও নবান্নের পাশে থাকা প্রশাসনিক ভবন উপান্নে পরপর দু’দিন উপস্থিত থাকবেন মমতা। সেখানেই তৈরি হবে কন্ট্রোল রুম। সেখান থেকে সামগ্রিক পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজর রাখা হবে। ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যে এসে উপস্থিত হয়েছে। একই সঙ্গে কলকাতা পুরসভাও চূড়ান্ত প্রস্তুতি নিতে একের পর এক বৈঠক করছে।

আরও পড়ুন: পশিমবঙ্গেই আছড়ে পড়তে চলেছে ‘ইয়াস’! শক্তি হতে পারে আমফানের মতোই

ইয়াসের বিরুদ্ধে প্রস্তুতি নিতে কেন্দ্রীয় স্তরেও প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এ দিন বৈঠক করেছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সেক্রেটারি। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিকরা। মৌসম ভবনের পক্ষ এই বৈঠকে জানানো হয়েছে, ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬৫ টি দল মোতায়েন করা থাকবে। ২০ টি অতিরিক্ত টিমকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে।

আরও পড়ুন: সেবাই ধর্ম, কোভিড রোগীদের স্বার্থে ১০৪ বছরের রেওয়াজ ভেঙে ভারত সেবাশ্রমে মাছ-মাংস-ডিম