Corona Cases Lockdown News: কলকাতায় মৃত্যু শূন্য, সুস্থতার হার প্রায় ৯৮ শতাংশ, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯৯
COVID-19 Daily Update: বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২৪ হাজার ২৫।
দেশে করোনা সংক্রমণের সূচক ওঠানামা করলেও অনেকটাই স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯ জন। সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে ৫৬০ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২৪ হাজার ২৫। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩১ শতাংশে। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
কলকাতায় মৃত্যু শূন্য, সুস্থতার হার প্রায় ৯৮ শতাংশ, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯৯
দীর্ঘ কয়েক মাস বাদে রাজ্যে করোনা বুলেটিনে দৈনিক মৃত্যুর সংখ্যা নামল ১০-এর নীচে। শেষ ২৪ ঘণ্টায় কলকাতা এবং হাওড়া জেলায় করোনা কারোর প্রাণ কাড়তে পারেনি। উত্তরবঙ্গেও কোনও মৃত্যু হয়নি কোভিডে আক্রান্ত হয়ে। রাজ্যের ২৩ জেলার মধ্যে ১৯ টি জেলাই মৃত্যুহীন থেকেছে। একদিনে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দার্জিলিঙে। সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদে।
শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন বাংলায়। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২ জন। একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে গোটা রাজ্যে। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৩ হাজার ৩৩৩। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯৪ শতাংশ। গত একদিনে ৫৭ হাজার ১০ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ১.৫৮ শতাংশ।
সবিস্তারে পড়ুন: মৃত্যুহীন কলকাতা ও হাওড়া, সংক্রমণের শীর্ষে দার্জিলিং, হুগলিতে দাপট অব্যাহত কোভিডের
-
ইউরোপীয় ইউনিয়নে কোভিশিল্ডের অনুমোদনের আবেদন পাঠায়নি সেরাম সংস্থা?
ইউরোপীয় ইউনিয়নে কোভিশিল্ড নিয়ে কাটছেই না জট। ইউরোপীয় ইউনিয়নে কোয়ারেন্টিনের ঝক্কি এড়িয়ে মুক্তভাবে ভ্রমণের জন্য প্রয়োজন ইইউ ডিজিটাল কোভিড সার্টিফিকেট। এই সার্টিফিকেট দেওয়া শুরুর প্রায় দু সপ্তাহ পর ইউরোপীয়ান মেডিসিনস এজেন্সির তরফে জানানো হল, কোভিশিল্ডকে অনুমোদন দেওয়ার জন্য তাদের কাছে কোনও আবেদনই আসেনি সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে।
বিস্তারিত পড়ুন: কোভিশিল্ড অনুমোদনের আবেদনই জমা পড়েনি, বিতর্ক ইউরোপীয় ইউনিয়নের দাবিতে
-
-
কবে থেকে শুরু হবে শিশুদের টিকাকরণ, জানাল কেন্দ্র
আর বেশিদিন অপেক্ষা নয়, খুব শীঘ্রই ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্যও করোনা টিকা তৈরি হয়ে যাবে। শুক্রবার দিল্লি হাইকোর্টকে এমনটাই জানাল কেন্দ্র। একইসঙ্গে জানানো হয়, টিকা প্রয়োগের অনুমোদন মিলতেই কেন্দ্রের তরফে টিকাকরণের একটি নতুন নীতিও স্থির করা হবে।
বিস্তারিত পড়ুন: ‘আর বেশিদিন নয়’, হাইকোর্টে শিশুদের টিকাকরণ নিয়ে কেন্দ্র বলল…
-
টোকিও অলিম্পিক ভিলেজে ধরা পড়ল প্রথম করোনা সংক্রমণ
হাজারো সতর্কতা সত্ত্বেও শেষ রক্ষা হল না। অলিম্পিক ভিলেজে ঢুকে পড়ল করোনা। প্রতিযোগীদের হোটেলের পর এ বার টোকিও অলিম্পিক ভিলেজেও করোনা আক্রান্তের খোঁজ মিলল।
First case of COVID19 detected in Tokyo Olympic Village, say organisers: AFP pic.twitter.com/JWvL4yGOrJ
— ANI (@ANI) July 17, 2021
-
যেভাবেই হোক, আটকাতে হবে করোনার তৃতীয় ঢেউ, নির্দেশ প্রধানমন্ত্রীর
বর্তমানে কেন্দ্র সরকারের লক্ষ্য কী হওয়া উচিত, তা স্থির করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিয়েছেন, যেভাবেই হোক এই লক্ষ্য পূরণ করতেই হবে সরকারকে। শুক্রবার প্রধানমন্ত্রীর দেওয়া এই গুরুভারের কথাই জানালেন দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ডঃ ভিকে পাল। তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, যেভাবেই হোক, সম্ভাব্য তৃতীয় ঢেউ আটকাতেই হবে।”
বিস্তারিত পড়ুন: ‘লক্ষ্য স্থির করে দিয়েছেন প্রধানমন্ত্রী, পূরণ করতেই হবে’, স্বাস্থ্যমন্ত্রককে কী কাজ দিলেন নমো?
-
-
লকডাউনে কড়া নিরাপত্তা কেরলে
সংক্রমণ নিয়ন্ত্রণে কেরলে সপ্তাহ শেষে জারি রয়েছে সম্পূর্ণ লকডাউন। প্রতিটি রাস্তায় রয়েছে কড়া পুলিশি পাহারা। আটকানো হচ্ছে গাড়ি-বাইকও।
Kerala continues with weekend lockdown to curb the spread of COVID19 infection; visuals from Thiruvananthapuram pic.twitter.com/0jkoARA14w
— ANI (@ANI) July 17, 2021
-
লকডাউন উঠতেই শুরু হয়েছে রিভেঞ্জ ট্যুরিজম: উদ্ধব ঠাকরে
রাজ্যে ফের কেন সংক্রমণ বাড়ছে, তা জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে ভিড় নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীকেই কোনও নীতি আনার অনুরোধ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)।
বিস্তারিত পড়ুন: ‘জাতীয়স্তরে ব্যবস্থা নিন’, রিভেঞ্জ ট্যুরিজম-শপিং রুখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ ঠাকরের
-
১৫ মাস পর করোনা শূন্য রাজকোট
করোনা শূন্য রাজকোট। এই দিনের জন্য অপেক্ষা করতে হয়েছে ১৫ মাস। বর্তমানে রাজকোট শহরে ৩৭ জন সক্রিয় রোগী এবং গ্রামীণ অঞ্চলে কেবল ৬ জন সক্রিয় রোগী রয়েছেন।
Gujarat | After nearly 15 months, Rajkot has registered zero COVID19 cases in the city and also Rajkot rural. Only 37 active case remains in the city and 6 active cases in Rajkot rural: Health department, Rajkot Municipal Corporation
— ANI (@ANI) July 17, 2021
Published On - Jul 17,2021 9:51 AM