COVID 19: কাটছে না উদ্বেগের মেঘ, ফের দৈনিক আক্রান্ত হাজার ছুঁইছুঁই, কেমন আছে জেলাগুলি?

COVID 19: গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৪১ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৪৫ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুণা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩০৭ জনের।

COVID 19: কাটছে না উদ্বেগের মেঘ, ফের দৈনিক আক্রান্ত হাজার ছুঁইছুঁই, কেমন আছে জেলাগুলি?
পাড়ায় পাড়ায় চলছে নমুনা সংগ্রহ। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2022 | 8:19 PM

কলকাতা: এখনও কাটছে না উদ্বেগ। যদিও বিগত কয়েকদিন ধরে বাংলায় দৈনিক করোনা আক্রান্তের (Daily Coronavirus Infection) সংখ্যা ১ হাজারে নীচেই রয়েছে। বুধবার স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে প্রকাশিত করোনা বুলেটিনে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১১ জন। মারা গিয়েছেন ৪ জন। তবে আশার আলো দেখা যাচ্ছে সুস্থতার হারে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৪১ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৪৫ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুণা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩০৭ জনের। 

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে…

কলকাতা – বুধবার আক্রান্ত ২০৩ জন। মঙ্গলবার আক্রান্ত ২১০ জন। 

উত্তর ২৪ পরগনা – বুধবার আক্রান্ত ১৬৭ জন। মঙ্গলবার আক্রান্ত ১৭৩ জন। 

দক্ষিণ ২৪ পরগনা – বুধবার আক্রান্ত ২৮ জন। মঙ্গলবার আক্রান্ত ৩৫ জন। 

হাওড়া – বুধবার আক্রান্ত ২৯ জন। মঙ্গলবার আক্রান্ত ২৭ জন। 

নদিয়া – বুধবার আক্রান্ত ২০ জন। মঙ্গলবার আক্রান্ত ১২ জন। 

পশ্চিম বর্ধমান – বুধবার আক্রান্ত ৫২ জন। মঙ্গলবার আক্রান্ত ২৫ জন। 

পশ্চিম মেদিনীপুর- বুধবার আক্রান্ত ৪৬ জন। মঙ্গলবার ২২ আক্রান্ত জন। 

দার্জিলিং- বুধবার আক্রান্ত ২৬ জন। মঙ্গলবার আক্রান্ত ১৭ জন। 

বীরভূম- বুধবার আক্রান্ত ১০৭ জন। মঙ্গলবার আক্রান্ত ৯৪ জন। 

পূর্ব বর্ধমান- বুধবার আক্রান্ত ৩১ জন। মঙ্গলবার আক্রান্ত ৩৩ জন। 

পূর্ব মেদিনীপুর – বুধবার আক্রান্ত ৪৬ জন। মঙ্গলবার আক্রান্ত ৮ জন। 

জলপাইগুড়ি – বুধবার আক্রান্ত ১৯ জন। মঙ্গলবার আক্রান্ত ৩৪ জন। 

মুর্শিদাবাদ- বুধবার আক্রান্ত ১৭ জন। মঙ্গলবার আক্রান্ত ১০ জন।

মালদহ – বুধবার আক্রান্ত ২৫ জন। মঙ্গলবার আক্রান্ত ২৭ জন। 

উত্তর দিনাজপুর – বুধবার আক্রান্ত ১১ জন। মঙ্গলবার আক্রান্ত ৩১ জন। 

আলিপুরদুয়ার – বুধবার আক্রান্ত ১৯ জন। মঙ্গলবার আক্রান্ত ২ জন। 

বাঁকুড়া – বুধবার আক্রান্ত ১৩ জন। মঙ্গলবার আক্রান্ত ১৭ জন। 

দক্ষিণ দিনাজপুর – বুধবার আক্রান্ত ২৫ জন। মঙ্গলবার আক্রান্ত ৮ জন। 

পুরুলিয়া – বুধবার আক্রান্ত ১৬ জন। মঙ্গলবার আক্রান্ত ২২ জন। 

ঝাড়গ্রাম – বুধবার আক্রান্ত ১ জন। মঙ্গলবার আক্রান্ত ১২ জন। 

কোচবিহার – বুধবার আক্রান্ত ১০ জন। মঙ্গলবার আক্রান্ত ২৩ জন। 

কালিম্পং – বুধবার আক্রান্ত ৫ জন। মঙ্গলবার আক্রান্ত ১২ জন। 

হুগলি – বুধবার আক্রান্ত ২৯ জন। মঙ্গলবার আক্রান্ত ২৯ জন।