Train Canceled Due to Cyclone Remal: ভয় বাড়াচ্ছে ঘূর্ণিঝড়, হাওড়ার পর এবার শিয়ালদহেও টানা দু’দিন বাতিল একগুচ্ছ লোকাল

Train Canceled Due to Cyclone Remal: সোমবার সকালে আবার বেশ কিছু ট্রেন সময়ও বদলাচ্ছে। হাওয়া অফিস বলছে, রবিবার দুপুরের পর থেকেই বাংলা-বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডল ফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।

Train Canceled Due to Cyclone Remal: ভয় বাড়াচ্ছে ঘূর্ণিঝড়, হাওড়ার পর এবার শিয়ালদহেও টানা দু’দিন বাতিল একগুচ্ছ লোকাল
লোকাল ট্রেন (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2024 | 7:34 PM

কলকাতা: ঘূর্ণিঝড়ের ভয়ে সিঁটিয়ে গোটা বঙ্গ। ইতিমধ্যেই সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে হাওড়া থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল। এবার ঘোষণাটা হয়ে গেল শিয়ালদহ সেকশনের জন্যও। লক্ষ্মীকান্তপুর, বজবজ, ক্যানিং, ডায়মন্ড-হারবারের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল। রবিবার ও সোমবার বাতিল থাকছে একাধিক লোকাল। রেলের তরফে স্পষ্ট বলা হয়েছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কারণেই রেলের তরফে এই পদক্ষেপ করা হয়েছে। 

২৬ তারিখ রবিবার বাতিল খাতায় থাকছে 

লক্ষ্মীকান্তপুর-নামখানা: 34914 ডাউন/34935 আপ

শিয়ালদহে-লক্ষ্মীকান্তপুর 34754 ডাউন/34757 আপ

শিয়ালদহ-বজবজ শাখায়: 34166 ডাউন/34165 আপ

শিয়ালদহে-ক্যানিং শাখায়: 34554 ডাউন/34557 আপ

শিয়ালদহে-ডায়মন্ড হারবার শাখায় : 34860 ডাউন/34859 আপ

২৭ তারিখ সোমবার বাতিল খাতায় থাকছে 

লক্ষ্মীকান্তপুর-নামখানা: 34914 ডাউন/34935 আপ, 34916 ডাউন/34937 আপ, 34981 আপ

শিয়ালদহে-লক্ষ্মীকান্তপুর: 34712 ডাউন/34711 আপ, 34714 ডাউন/34713 আপ, 34716 ডাউন/34715 আপ, 34717 আপ

শিয়ালদহে-ডায়মন্ড হারবার: 34812 ডাউন/34811 আপ, 34814 ডাউন/34813 আপ, 34816 ডাউন/34815 আপ

শিয়ালদহে-ক্যানিং: 34352 ডাউন/34511 আপ, 34354 ডাউন/34513 আপ

শিয়ালদহ-সোনারপুর: 34412 ডাউন/34411 আপ

শিয়ালদহে-বজবজ: 34112 ডাউন/34111 আপ, 34114 ডাউন/34113 আপ

শিয়ালদহে-বারুইপুর: 34612 ডাউন/34611 আপ, 34614 ডাউন/34613 আপ

শিয়ালদহ/বারাসাত-হাসনাবাদ: 33511 আপ/33512 ডাউন, 33311 আপ/33514 ডাউন, 33313 আপ/33312 ডাউন

একইসঙ্গে সোমবার সকালে আবার বেশ কিছু ট্রেন সময়ও বদলাচ্ছে। হাওয়া অফিস বলছে, রবিবার দুপুরের পর থেকেই বাংলা-বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডল ফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। তবে শুধু ট্রেন নয়, কলকাতার আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝড়ের কারণে। রবিহার রাত ১২ টা থেকে পরশু সকাল ৯টা পর্যন্ত আলাদাভাবে নিয়ন্ত্রণ করা হবে বিমান চলাচল।