২৫০ টাকার কফিতে চুমুক দিতেই মুখে ঢুকল মরা মাছি! শিয়ালদার লাউঞ্জে অবাক ঘটনা

কফির দামও আবার ২৫০ টাকার সামান্য বেশি। গ্যাঁটের এতগুলো কড়ি খরচ করে কফির মরা মাছি মুখে ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন সেই যাত্রী।

২৫০ টাকার কফিতে চুমুক দিতেই মুখে ঢুকল মরা মাছি! শিয়ালদার লাউঞ্জে অবাক ঘটনা
২৫০ টাকার কফিতে চুমুক দিতেই মুখে ঢুকল মরা মাছি! শিলায়দার লাউঞ্জে অবাক ঘটনা
Follow Us:
| Updated on: Dec 28, 2020 | 11:18 PM

কলকাতা: কোভিড বিরতির মাঝেই শিয়ালদা স্টেশনে (Sealdah Station) গড়ে তোলা হয়েছে ঝাঁ চকচকে লাউঞ্জ। প্রথম দর্শনেই যা দূরপাল্লার যাত্রীদের আকৃষ্ট করেছে। ট্রেন ছাড়ার আগে মোলায়েম সোফায় খানিক জিরিয়ে নিয়ে টিভির পর্দায় চোখ রেখে গরম চা বা কফিতে (Coffee) চুমুক দেওয়ার আদর্শ ঠিকানা যাকে বলে। খানিকটা সেরম ইচ্ছে নিয়েই এদিন স্টেশনের লাউঞ্জে ঢুকে এক কাপ কফি অর্ডার করেছিলেন সুব্রত বিশ্বাস নামের জনৈক যাত্রী। কিন্তু প্রথম চুমুকেই একটি আস্ত মরা মাছি ঢুকে গেল তাঁর মুখে।

সেই কফির দামও আবার ২৫০ টাকার সামান্য বেশি। গ্যাঁটের এতগুলো কড়ি খরচ করে কফির মরা মাছি মুখে ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন সেই যাত্রী। লাউঞ্জে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পাশাপাশি আইআরসিটিসির গ্রুপের জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র ও শিয়ালদহের ডিএম এসপি সিংকে অভিযোগ জানানো হয়। তাঁরা দুজনেই আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে পাঁচতারা মানের লাউঞ্জের এহেন ঘটনা যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী যাতে ‘ফ্লপ’ না হয়, সরকারের কাছে ৩ শর্ত বেসরকারি হাসপাতালগুলির

সম্প্রতি শিয়ালদা স্টেশনে যাত্রী পরিষেবার উন্নয়নের স্বার্থে নানা ব্যবহার্য বিষয় চালু হয়েছে। যার মধ্যে এক্সিকিউটিভ লাউঞ্জের সুবিধা রয়েছে। লাউঞ্জটি আইআরসিটিসি পরিচালিত হলেও একটি বেসরকারি সংস্থাকে এর বরাত দেওয়া হয়েছে। উচ্চ মানের পরিষেবার পরিবর্তে উচ্চ দামও নেওয়া হচ্ছে। কিন্তু এত টাকা নেওয়া সত্ত্বেও পরিষেবার এমন বেহাল দশায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

আরও পড়ুন: মুকুলের পরামর্শেই গা ঢাকা দিই! অস্তিত্ব নেই লাল ডায়রির: বিস্ফোরক সুদীপ্ত