Dengue: মেয়র পারিষদ তারক সিংয়ের বাড়িতে মিলল ডেঙ্গির লার্ভা, নোটিস ধরাল পুরসভা
Dengue: সূত্রের খবর, মেয়র পারিষদের বাড়ির একাধিক ফুলের টবে ও ভাঙা পাত্রে জল জমে রয়েছে। যত্রতত্র পড়ে রয়েছে প্রচুর আবর্জনাও।
কলকাতা: গোটা রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দফতরেরও (Health Department)। এরইমধ্যে এবার একেবারে মেয়র পারিষদ তারক সিংকে নোটিস ধরাল কলকাতা পুরসভা। অভিযোগ, কলকাতার (Kolkata) মেয়র পারিষদ তারক সিংয়ের বাড়িতে অবর্জনা ও জল জমে রয়েছে। সেখানে থেকে পাওয়া গিয়েছে ডেঙ্গির লার্ভা। সে কারণেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। এ খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। যদিও পুরকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারক সিং। মেয়র পারিষদের বাড়ি জেনেও যে পুরকর্মীরা নোটিস পাঠিয়েছেন তাঁদের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি।
যদিও তারকবাবুর দাবি ৩৪বি টালিগঞ্জ সার্কুলার রোডে তাঁর যে বাড়ি রয়েছে সেখানে তিনি নিজে থাকেন না। থাকেন তাঁদের গাড়ির চালকরা। তাঁদের গাফিলতিতে বাড়িতে জল জমে থাকতে পারে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। সূত্রের খবর, মেয়র পারিষদের বাড়ির একাধিক ফুলের টবে ও ভাঙা পাত্রে জল জমে রয়েছে। যত্রতত্র পড়ে রয়েছে প্রচুর আবর্জনাও। সেখানেই ডেঙ্গির লার্ভার দেখা মিলেছে বলে খবর। প্রসঙ্গত, একাধিক জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে শহর কলকাতাতেও। এদিকে ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় রাজ্যের পুরসভাগুলির তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গির সংক্রমণ রুখতে কোমর বেঁধে মাঠে নেমেছেন পুর কর্মীরা।
কলকাতাতেও প্রতিটি ওয়ার্ডে প্রতিনিধি পাঠানো হচ্ছে। কোথাও জমা জল বা আবর্জন পড়ে থাকলে তা সরানোর ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে ডেঙ্গির বিষয়ে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকেও। সূত্রের খবর, কয়েকদিন আগেই ৩৪বি টালিগঞ্জ সার্কুলার রোডে এলাকা পরিদর্শনে যান পুর কর্মীরা। ফিরে এসে জমা করেন রিপোর্ট। তাতেই স্পষ্টভাবে উল্লেখ করা হয় তারক সিংয়ের বাড়ির সামনে তৈরি হয়েছে মশার আঁতুড়ঘর। তারপরেই ১০ সেপ্টেম্বর নোটিশ ধরানো হয় তারককে। এ প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আইন সবার জন্য সমান। সে কারণেই নোটিশ দেওয়া হয়েছে।”