Dilip Ghosh: ‘আমার নয়’, তাহলে কার টাকা? রাস্তায় তো পড়ে ছিল না…’ পার্থ ইস্যুতে খোঁচা দিলীপের

Kolkata: বরাবরই চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য সরকার, রাজ্য প্রশাসনকে আক্রমণ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে।

Dilip Ghosh: 'আমার নয়', তাহলে কার টাকা? রাস্তায় তো পড়ে ছিল না...' পার্থ ইস্যুতে খোঁচা দিলীপের
পার্থকে আক্রমণ দিলীপের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 8:31 AM

কলকাতা: রবিবার জোকা ইএসআই হাসপাতালে শারীরিক চিকিৎসা হয় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একপ্রকার জোর দিয়ে তিনি বলেন, ওই টাকা তাঁর নয়। ইতিমধ্যে এই খবর প্রকাশিত হয়েছে। আর সেই খবর জানার পর পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা মন্তব্য করলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রশ্ন তুললেন ‘কার টাকা সেটা তো বলুন?’

বরাবরই চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য সরকার, রাজ্য প্রশাসনকে আক্রমণ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। পার্থ ইস্যুতেও একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। সোমবারও তার অন্যথা হল না। এ দিন সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বের হন দিলীপ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ইস্যুতে মন্তব্য করেন। বলেন, ‘অর্পিতা বলেছেন আমার টাকা নয়। তাহলে কার টাকা? রাস্তায় পড়েছিল টাকা এরকম নয় তো।’‌

এরপর তিনি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের প্রসঙ্গ তুলে বলেন, ‘কুণালবাবু আমাকে নাকি বলেছেন আমার লোকেরা ধরা পড়েছিল আমি লিখিতভাবে কোর্টে দিয়েছিলাম এটা আমাদের পার্টির টাকা ফেরত দেওয়া হোক। কোন ব্যাঙ্ক থেকে তুলেছিলাম তার তথ্য প্রমাণ দিয়েছিলাম। কোর্ট মেনে নিয়েছে। ওনার কোর্টে যাওয়ার হিম্মত নেই, এত টাকা নেতার বাড়ি থেকে পাওয়া গেল তবুও আমাদের টাকা বলার হিম্মত নেই। পুরো জামা কাপড় কালো হয়ে গিয়েছে। আপনার কথা কে বিশ্বাস করবে?’

বস্তুত, রবিবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার টাকা নয়…’ তবে কার টাকা? একটা নতুন রহস্য জিইয়ে রেখে হাসপাতালের ভিতর ঢুকেছিলেন পার্থ। সাংবাদিকরা তখনও সেই উত্তরের অপেক্ষায় বসে হাসপাতালের বাইরে। তারপর দুপুরে হাসপাতাল থেকে বের হন পার্থ চট্টোপাধ্যায়। প্রচুর ভিড়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে ফের প্রশ্ন, ‘পার্থ দা কার টাকা?’ গাড়ির ভিতর ততক্ষণে উঠে গিয়েছে পার্থ। তবুও উত্তর দিলেন, ‘আমার নয়, আমার নয়, আমার নয়…’ তিন বার। কার্যত জোর দিতে চাইলেন এই দুই শব্দের ওপর। সেই ইস্যুতেই আজ মুখ খোলেন দিলীপ।