দশভূজা মমতা! মুখ্যমন্ত্রীর মুখের আদলে শহরে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা, দেখতে যাবেন নাকি?

কোনও হিংসাত্মক রূপ দেওয়া হবে না প্রতিমায়। কোনও রকম ভাবেই বিরোধী পক্ষকে আক্রমণ করতে চান না উদ্যোক্তারা।

| Edited By: | Updated on: Sep 02, 2021 | 10:43 PM
সায়ন্ত ভট্টাচার্য: রাজনীতির 'একুশের' গজে বিজেপির তাবড় তাবড় নেতাদের ভাঙা পায়েই মাত দিয়েছেন তিনি। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই দশভূজা দুর্গাকে খুঁজে পেয়েছেন শিল্পী। আর সেই থেকে অনুপ্রাণিত হয়েই মুখ্যমন্ত্রীর মুখের আদলে তৈরি করা হচ্ছে মা দুর্গার প্রতিমা। নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজোয় এ বারের থিম হল 'তুমিই ভরসা'। মূল মণ্ডপ তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের জনদরদী প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের মতো করে। তবে সবচেয়ে বড় চমক রয়েছে প্রতিমায়। কারণ তার মুখমণ্ডল তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর আদলে।

সায়ন্ত ভট্টাচার্য: রাজনীতির 'একুশের' গজে বিজেপির তাবড় তাবড় নেতাদের ভাঙা পায়েই মাত দিয়েছেন তিনি। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই দশভূজা দুর্গাকে খুঁজে পেয়েছেন শিল্পী। আর সেই থেকে অনুপ্রাণিত হয়েই মুখ্যমন্ত্রীর মুখের আদলে তৈরি করা হচ্ছে মা দুর্গার প্রতিমা। নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজোয় এ বারের থিম হল 'তুমিই ভরসা'। মূল মণ্ডপ তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের জনদরদী প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের মতো করে। তবে সবচেয়ে বড় চমক রয়েছে প্রতিমায়। কারণ তার মুখমণ্ডল তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর আদলে।

1 / 5
পুজো উদ্যোক্তারা যদিও এই থিম ও প্রতিমার মধ্যে রাজনীতি খুঁজতে নারাজ। উদ্যোক্তারা জানিয়েছেন, সরকার আমাদের জন্য  একাধিক প্রকল্পের সুবিধা দুয়ারে হাজির করেছে। তৃতীয়বার সরকার গঠন করে দিদি প্রতিশ্রুতি রেখেছেন। দিদির অনুপ্রেরণায় তাই  সাধারণ নাগরিক হিসাবে মাতৃরূপী মমতাকে তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে। মুখ্যমন্ত্রীর মমতাময়ী মা রূপটাই তুলে ধরা হচ্ছে মূর্তিতে।

পুজো উদ্যোক্তারা যদিও এই থিম ও প্রতিমার মধ্যে রাজনীতি খুঁজতে নারাজ। উদ্যোক্তারা জানিয়েছেন, সরকার আমাদের জন্য একাধিক প্রকল্পের সুবিধা দুয়ারে হাজির করেছে। তৃতীয়বার সরকার গঠন করে দিদি প্রতিশ্রুতি রেখেছেন। দিদির অনুপ্রেরণায় তাই সাধারণ নাগরিক হিসাবে মাতৃরূপী মমতাকে তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে। মুখ্যমন্ত্রীর মমতাময়ী মা রূপটাই তুলে ধরা হচ্ছে মূর্তিতে।

2 / 5
আয়োজকরা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর আসল উচ্চতা ও ওজনের কথা মাথায় রেখেই অনুযায়ী তৈরি করা হচ্ছে এই দুর্গা প্রতিমা। থিমের আঙিনায় রাখা হয়েছে খাদ্যসাথী, কন্যাশ্রী থেকে লক্ষীর ভান্ডার-সহ একাধিক প্রকল্প। যেহেতু এ বছর বাজেট কম, জায়গাও সীমাবদ্ধ, তাই সব প্রকল্পকে জায়গা দেওয়া সম্ভব হয়নি। তবে কোনও হিংসাত্মক রূপ দেওয়া হবে না প্রতিমায়। কোনও রকম ভাবেই বিরোধী পক্ষকে আক্রমণ করতে চান না উদ্যোক্তারা। পুজো আনন্দের। শাস্ত্র ও স্বাস্থ্য মেনে করা হবে পুজো।

আয়োজকরা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর আসল উচ্চতা ও ওজনের কথা মাথায় রেখেই অনুযায়ী তৈরি করা হচ্ছে এই দুর্গা প্রতিমা। থিমের আঙিনায় রাখা হয়েছে খাদ্যসাথী, কন্যাশ্রী থেকে লক্ষীর ভান্ডার-সহ একাধিক প্রকল্প। যেহেতু এ বছর বাজেট কম, জায়গাও সীমাবদ্ধ, তাই সব প্রকল্পকে জায়গা দেওয়া সম্ভব হয়নি। তবে কোনও হিংসাত্মক রূপ দেওয়া হবে না প্রতিমায়। কোনও রকম ভাবেই বিরোধী পক্ষকে আক্রমণ করতে চান না উদ্যোক্তারা। পুজো আনন্দের। শাস্ত্র ও স্বাস্থ্য মেনে করা হবে পুজো।

3 / 5
কুমোরটুলির নামী শিল্পী মিন্টু পালের হাতেই তৈরি করা এই ফাইবারের প্রতিমা। ভিআইপি রোডের বাগুইআটি সংলগ্ন একটি ছোট্ট পুজোর ক্লাবের এই দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমাবে উৎসুক জনতা। নিশ্চিত উদ্যোক্তারা। কী ভাবে কোভিড বিধি ও বিরোধী পক্ষের সমালোচনার বন্যা  সামলাবেন, আপাতত তাই নিয়েই চিন্তিত তাঁরা। শিল্পী মিন্টু পালের স্টুডিওতে এই অভিনব মূর্তি তৈরি হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

কুমোরটুলির নামী শিল্পী মিন্টু পালের হাতেই তৈরি করা এই ফাইবারের প্রতিমা। ভিআইপি রোডের বাগুইআটি সংলগ্ন একটি ছোট্ট পুজোর ক্লাবের এই দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমাবে উৎসুক জনতা। নিশ্চিত উদ্যোক্তারা। কী ভাবে কোভিড বিধি ও বিরোধী পক্ষের সমালোচনার বন্যা সামলাবেন, আপাতত তাই নিয়েই চিন্তিত তাঁরা। শিল্পী মিন্টু পালের স্টুডিওতে এই অভিনব মূর্তি তৈরি হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

4 / 5
দুর্গা প্রতিমার পাশে দশ হাতে যেভাবে অস্ত্র থাকে অসুর নিধনের জন্য, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তির দুপাশে দশটি হাত থাকছে। তবে তাতে অস্ত্র সজ্জিত থাকছে না। কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত দশটি উন্নয়নমূলক পরিষেবার উল্লেখ ওই দশটি হাতের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তির পেছনে থাকছে বিশ্ব বাংলার প্রতীকও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তিটি মাটির তৈরি করলেও তার মুখটি তৈরি হচ্ছে ফাইবারের।

দুর্গা প্রতিমার পাশে দশ হাতে যেভাবে অস্ত্র থাকে অসুর নিধনের জন্য, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তির দুপাশে দশটি হাত থাকছে। তবে তাতে অস্ত্র সজ্জিত থাকছে না। কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত দশটি উন্নয়নমূলক পরিষেবার উল্লেখ ওই দশটি হাতের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তির পেছনে থাকছে বিশ্ব বাংলার প্রতীকও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তিটি মাটির তৈরি করলেও তার মুখটি তৈরি হচ্ছে ফাইবারের।

5 / 5
Follow Us: