দুর্গা প্রতিমার পাশে দশ হাতে যেভাবে অস্ত্র থাকে অসুর নিধনের জন্য, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তির দুপাশে দশটি হাত থাকছে। তবে তাতে অস্ত্র সজ্জিত থাকছে না। কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত দশটি উন্নয়নমূলক পরিষেবার উল্লেখ ওই দশটি হাতের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তির পেছনে থাকছে বিশ্ব বাংলার প্রতীকও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তিটি মাটির তৈরি করলেও তার মুখটি তৈরি হচ্ছে ফাইবারের।