Durga Puja Rally LIVE: পুজোর আগেই পুজো শুরু, রেড রোডে ইউনেস্কোকে স্ট্যান্ডিং ওভেশন ‘বাংলা’র
Durga Puja Rally: আজ থেকেই শহর কলকাতা ঢুকে পড়বে পুজোর মুডে। কয়েক মাস আগে ইউনেসকো বাংলার পুজোকে স্বীকৃতি দিয়েছে।
![Durga Puja Rally LIVE: পুজোর আগেই পুজো শুরু, রেড রোডে ইউনেস্কোকে স্ট্যান্ডিং ওভেশন 'বাংলা'র Durga Puja Rally LIVE: পুজোর আগেই পুজো শুরু, রেড রোডে ইউনেস্কোকে স্ট্যান্ডিং ওভেশন 'বাংলা'র](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-01-at-3.49.35-PM.jpeg?w=1280)
পুজো শুরুর এক মাস আগেই উত্সবের ঢাকে কাঠি পড়তে চলেছে। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পথে নামবে কলকাতা-সহ গোটা বাংলা। পায়ে পায়ে সূচনা হবে শারদোত্সবের। বৃহস্পতিবার থেকেই শহর কলকাতা ঢুকে পড়বে পুজোর মুডে। কয়েক মাস আগে ইউনেসকো বাংলার পুজোকে স্বীকৃতি দিয়েছে। তাদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর ডাকে বৃহস্পতিবার পথে কলকাতা ও বাংলা। জেলায় জেলায় হবে মিছিল। শহর কলকাতার পাশাপাশি রাজারহাট, নিউটাউন ও হাওড়া শহরের বিভিন্ন পুজো কমিটির সদস্যরাও কলকাতার মিছিলে অংশ নেবেন।
LIVE NEWS & UPDATES
-
-
ইউনেস্কোকে স্ট্যান্ডিং ওভেশন
দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণার জন্য ইউনেস্কোর প্রতিনিধিদের স্ট্যান্ডিং ওভেশন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের অনুষ্ঠান মঞ্চে ইউনেস্কো প্রতিনিধি ছাড়া সকলকে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার অনুরোধ করেন মমতা।
-
-
গোটা পৃথিবী একটাই দেশ: মমতা
সারা পৃথিবী একটাই দেশ। এ রকমই বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী। “মানবতা, সংহতি আমাদের সম্পদ”, বললেন মমতা।
-
মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম: মমতা
রেড রোডের অনুষ্ঠানে বলতে উঠে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটি ছড়াও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “টাকডু মাডুম টাকডু মাডুম, টাকডু মাডুম ডুম/ মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম।”
-
সৌরভ আমার ছোটভাই: মমতা
রেড রোডের অনুষ্ঠানে আসার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সৌরভ আমার ছোট ভাই। ব্যস্ততার মধ্যে সময় বের করে এই অনুষ্ঠানে এসেছে। ওকে অনেক ধন্যবাদ।”
-
-
মঞ্চে মমতার পাশে সৌরভ
রেড রোডে অনুষ্ঠান মঞ্চে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছিলেন তিনি।
-
-
রেড রোডে শুরু অনুষ্ঠান
রেড রোডে শুরু হল অনুষ্ঠান। মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
শোভাযাত্রায় শারদ সূচনা
-
রেড রোডে পৌঁছল মিছিল
রেড রোডে পৌঁছে গেল বর্ণাঢ্য শোভাযাত্রা। আর কিছুক্ষণের মধ্য়েই মূল মঞ্চে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে
-
শোভাযাত্রার লাইভ ভিডিয়ো
-
ঢাকের তালে ধুনুচি হাতে নাচ চন্দ্রিমার
-
ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিলের সূচনা মমতার
দুর্গাপুজোর পদযাত্রায় অংশগ্রহণ করতে ইতিমধ্য়েই জোড়াসাঁকোতে পৌছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে ইউনেস্কোকে আরও এক বার ধন্যবাদ জানালেন তিনি। বৃষ্টি নিয়ে তিনি বলেছেন, “বিভিন্ন ঋতুকে সঙ্গে নিয়ে চলতে হবে।”
শোভাযাত্রার সূচনার আগে জোড়াসাঁকোয় মমতা
-
-
শুভেচ্ছা রাজ্যপালের
কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি ঘিরে যে পদযাত্রার আয়োজন করেছে রাজ্য সরকার। সেই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন।
It is a matter of pride for people of West Bengal that Durga Puja in Kolkata has been inscribed by UNESCO as the Intangible Cultural Heritage of Humanity.
West Bengal Government has launched a month-long celebration towards this year’s Durga Puja#GovernorofManipurandWestBengal
— Governor of Manipur (@manipurgovernor) September 1, 2022
-
-
অগ্নিমিত্রার কটাক্ষ
দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতায় পদযাত্রার আয়োজন করেছে রাজ্য সরকার। সপ্তাহের কাজের দিনে ছুটি ঘোষণা করে এই পদযাত্রাকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ফেসবুকে করা পোস্টে তিনি সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে।
-
মহানগরীতে উৎসবের আবহ
-
যে সব রাস্তায় যাননিয়ন্ত্রণ
-
ইউনেস্কোর শংসাপত্র
কলকাতার দুর্গাপুজো নিয়ে ইউনেস্কোর শংসাপত্র-
-
রেড রোডে দুর্গা
রেড রোডের মঞ্চে রয়েছে দুর্গা প্রতিমা
-
মমতার টুইট
ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে পদযাত্রার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী নিজেও হাঁটবেন সেই মিছিলে। বৃহস্পতিবার সকালেই ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী।
Durga Puja is an emotion that rises above parochial barriers and brings us together.
It unites the magnificence of art with spirituality.
We thank @UNESCO for recognising Durga Puja as an intangible cultural heritage and honouring the labour of love of everyone involved. pic.twitter.com/waZSkPW5J3
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2022
-
দুর্গাপুজোর মিছিলে বাবুবাগান
ইউনেস্কো এই সম্মানকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের এই সুবিশাল পদযাত্রা। সেই পদযাত্রায় অংশ নেবে বাবুবাগান পুজো উদ্যোক্তা থেকে সদস্যবৃন্দ। বাবুবাগানের এ বছরের দুর্গাপুজোর থিম স্বাধীনতা ৭৫ বছর। জাতীয় পতাকা সঙ্গে নিয়েই বিশ্বের দরবারে শান্তির বার্তা দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে বাবু বাগান দুর্গাপূজা কমিটির উদ্যোক্তারা। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসব মানেই সর্ব ধর্ম জাতি নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন বাবুবাগান পুজো উদ্যোক্তারা। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিলে পা মেলাবেন তারা।
শোভাযাত্রায় ঢাক বাজাচ্ছেন মহিলারা
-
রেড রোডে উৎসবের মহড়া
সেপ্টেম্বরের প্রথম দিনেই উৎসবমুখর রেড রোড। বাউলের সুর ধ্বনিত হচ্ছে আকাশ বাতাস। চলছে নাচেরও মহড়া। পদযাত্রার পর যে অনুষ্ঠান হবে রেড রোডে, তা নিয়ে প্রস্তুতু তুঙ্গে।
-
নিরাপত্তায় নজর
প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। গোটা পদযাত্রার তত্ত্বাবধানে থাকছেন স্পেশাল পুলিশ কমিশনার দময়ন্তী সেন। মোতায়েন করা হচ্ছে প্রায় ৩০০০ জন পুলিশ কর্মী। নিরাপত্তার দায়িত্বে ২২ জন ডেপুটি কমিশনার, ৪০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। থাকছে ৩টি কুইক রেসপন্স টিম, ৯টি পিসিআর ভ্যান। গিরিশ পার্ক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত থাকবে ৫৫টি পুলিশ পিকেট। বৃহস্পতিবার বন্ধ থাকবে রেড রোড।
-
শহরের কোথায় কোথায় মিছিল?
মিছিল শুরু হবে জোড়াসাঁকো থেকে। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। মিছিল উপলক্ষে রেড রোড ইতিমধ্যেই সেজে উঠেছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে থাকছে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা। জোড়াসাঁকোর স্টার্টিং পয়েন্ট, সেন্ট্রাল অ্যাভিনিউ ও রেড রোড – এই তিনটি জোনে ভাগ করা হয়েছে মূল পদযাত্রা।
-
আজ শহরের পথে মুখ্যমন্ত্রী
মিছিলে মুখ্যমন্ত্রী যেমন থাকবেন তেমনই থাকবেন বেশ কয়েকজন মন্ত্রী। সঙ্গে থাকবেন রাজ্যের শিল্পী, সাহিত্যিক, সঙ্গীত শিল্পীরা। রাজ্যের বাণিজ্য মহলকেও আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
-
দুপুরে জোড়াসাঁকোয় মিছিল
জোড়াসাঁকো থেকে শুরু হবে মিছিল। শহরের সাতটি ওয়ার্ড ঘুরে মিছিল পৌঁছবে রেড রোডে। সেখানে হবে ছোট্ট অনুষ্ঠান।
-
আজ শহরে যান নিয়ন্ত্রণ
কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর আবহমান ঐতিহ্যের স্বীকৃতি। স্বীকৃতিকে উদযাপন করতে শহরে আজ শোভাযাত্রার আয়োজন। শোভাযাত্রার জন্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের উত্তর ও দক্ষিণ মুখী বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।কিছু রাস্তায় যান চলাচল বন্ধও থাকবে বলে লালবাজারের ট্রাফিক বিভাগ সূত্রের খবর।
Published On - Sep 01,2022 11:22 AM
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)