Bangla News » Kolkata » Eastern Railways to run additional local trains for TET 2022
Local Trains: টেটের জন্য অতিরিক্ত লোকাল ট্রেন রবিবার, দেখে নিন সময়সূচি
TV9 Bangla Digital | Edited By: Soumya Saha
Updated on: Dec 09, 2022 | 8:18 PM
TET 2022: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে মোট ১৬ জোড়া বাড়তি লোকাল ট্রেন চালানো হবে রবিবার। এই ট্রেনগুলি মধ্যবর্তী সব স্টেশনে থামবে।
Dec 09, 2022 | 8:18 PM
রবিবার টেট পরীক্ষা রয়েছে। আর তাই পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে একগুচ্ছ লোকাল ট্রেন চালানো হবে শিয়ালদহ ডিভিশনে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে মোট ১৬ জোড়া বাড়তি লোকাল ট্রেন চালানো হবে রবিবার। এই ট্রেনগুলি মধ্যবর্তী সব স্টেশনে থামবে।
1 / 7
শিয়ালদহ-মধ্যমগ্রামের মধ্যে একজোড়া লোকাল ট্রেন চলবে। আপ ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল ৭ টা ৩২ মিনিটে এবং ডাউন ট্রেন (মধ্যমগ্রাম থেকে) ছাড়বে সকাল ৮ টা ৫২ মিনিটে। শিয়ালদহ-দত্তপুকুরের মধ্যে একজোড়া লোকাল ট্রেন চলবে। আপ ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল সাড়ে ৮ টায় এবং ডাউন ট্রেন (দত্তপুকুর থেকে) ছাড়বে সকাল ৯ টা ৪৩ মিনিটে।
2 / 7
শিয়ালদহ-বারাসত লাইনে চলবে একজোড়া লোকাল ট্রেন। আপ ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল ৯ টা ৪০ মিনিটে এবং ডাউন ট্রেন (বারাসত থেকে) ছাড়বে। সকাল ১০ টা ৪০ মিনিটে। শিয়ালদহ-হাসনাবাদ লাইনে একজোড়া লোকাল ট্রেন চলবে। আপ ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল ১১ টা ৭ মিনিটে এবং ডাউন ট্রেন (হাসনাবাদ থেকে) ছাড়বে দুপুর ১টা ১৫ মিনিটে।