Coal Scam: কয়লা-কাণ্ডে মেনকাকে রক্ষাকবচ কেন? আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ ED-র
Coal Scam: মামলা দায়ের করার অনুমতি পেয়েছে ইডি। আগামী ১৬ নভেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
কলকাতা : মেনকা গম্ভীরের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার মামলায় সিঙ্গল বেঞ্চের তরফে রক্ষাকবচ দেওয়া হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। বৃহস্পতিবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতে যায় ইডি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সেই মামলা গৃহীত হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার শুনানি রয়েছে।
কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের নজরে রয়েছেন মেনকা। অভিষেকের স্ত্রী রুজিরার নামও জড়িয়েছে এই মামলা। তাঁদের দুজনকেই তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাঁদের নামে থাকা বিদেশি অ্যাকাউন্টের সঙ্গে কয়লা পাচারের যোগ থাকতে পারে, এমন অভিযোগের ভিত্তিতেই একাধিকবার তলব করা হয়েছে তাঁদের। পরে আদালত রক্ষাকবচ পাওয়ায় কিছুটা স্বস্তি পান মেনকা। এবার সেই নির্দেশকেই ফের চ্যালেঞ্জ করল ইডি। তদন্তকারী সংস্থার দাবি, কয়লা-কাণ্ডের সঙ্গে যোগ থাকায়, এভাবে রক্ষাকবচ দেওয়া হলে তদন্তে অসুবিধা হতে পারে। তাই রক্ষাকবচ তোলার আর্জি জানানো হয়েছে।
কিছুদিন আগেই কলকাতা বিমান বন্দরে বাধা দেওয়া হয় মেনকাকে। অভিবাসন দফতরের তরফে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। ইডিকেও এবিষয়ে জানানো হয়। তারপর তাঁকে ব্যাঙ্ককে যেতে বাধা দেওয়া হয়। সেপ্টেম্বরেই ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। কলকাতা বিমানবন্দরে তাঁকে কেন আটকানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও এনেছিলেন মেনকা।
প্রথম দিকে দিল্লিতে একাধিকবার তলব করা হয়েছিল মেনকা ও রুজিরাকে। কিন্তু তাঁদের প্রশ্ন ছিল, কলকাতায় না ডেকে কেন, দিল্লিতে ডাকা হচ্ছে? পরে তাঁদের কলকাতায় জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
কয়লা-কাণ্ডে ইডি-র নজরে রয়েছেন শাসক দলের বেশ কয়েকজন নেতা। রয়েছেন একাধিক পুলিশ আধিকারিকও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার ইডির প্রশ্নের মুখে পড়তে হয়েছে।