Manish Jain: ED-র চার্জশিটে নাম খোদ শিক্ষা সচিবের, কী বললেন মণীশ জৈন?
ED Charge sheet: চার্জশিটে শিক্ষা সচিবের নাম যে সরকারে অস্বস্তি বাড়িয়েছে, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
কলকাতা : দুর্নীতির অভিযোগে যখন জেরবার শিক্ষা দফতর, তার মধ্যেই সামনে এসেছে খোদ শিক্ষা সচিবের নাম। ইন্টারভিউর আয়োজন কারা করতেন, ইডির চার্জশিট অনুযায়ী সেই তালিকায় রয়েছে মণীশ জৈনের নাম। তবে সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মণীশ জৈন। তাঁর দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কখনই তাঁকে কোনও ইন্টারভিউর আয়োজন করতে বললেনি। একইসঙ্গে তিনি বলেন, চার্জশিটে নাম থাকা শিক্ষা দফতরের আরও এক অফিসার সুকান্ত আচার্যের কোনও ভূমিকা ছিল কি না, তা তিনি জানেন না।
চার্জশিটে শিক্ষা সচিবের নাম যে সরকারে অস্বস্তি বাড়িয়েছে, তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মণীশ জৈন বলেন, ‘বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা আমার কাছে চরম অপমানজনক। আগের মন্ত্রী আমাকে কোনও দিন কোনও ইন্টারভিউ অরগানাইজ করতে বলেননি। সুকান্তর মাধ্যমে কিছু হয়েছে বলেও আমি জানি না। আমি কোনও দিন এসবের মধ্যে ছিলাম না। এটা অত্যন্ত শকিং।’
সম্প্রতি পিএমএলএ বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের নামে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ১০৪ পাতার সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি উল্লেখ করেছে, পার্থ চট্টোপাধ্যায়, মণীশ জৈন, পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন পিএ সুকান্ত আচার্যের নাম। এক সময় পার্থর পরিষদীয় দফতরের ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ রয়েছে চার্জশিটের একটি অংশে। তাঁরা নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ায় তদারকি করেছিলেন বলে ইডি সূত্রে খবর।
গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে মণীশ জনকে তলব করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদও করা হয়েচিল তাঁকে। এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে মূলত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।