Money and Liquor: ২০০০০০০ লিটারেরও বেশি! ভোটে গরম বাংলায় চলছিল মদের ফোয়ারা ওড়ানোর চেষ্টা, সব বানচাল করল কমিশন
Lok Sabha Election: বাজেয়াপ্ত হওয়া নগদ টাকা ও অন্যান্য সামগ্রীর তালিকায় দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম দশের মধ্যেই রয়েছে বাংলা। কমিশনের হিসেব অনুযায়ী, দেশের মধ্যে অষ্টম স্থানে বাংলা রয়েছে। গত ১ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে সর্ব মোট ২১৯ কোটি টাকার সামগ্রী। এর মধ্যে রয়েছে নগদ টাকা, মদের বোতল, মাদক দ্রব্য, সোনা-দানা ও বিলি করার সামগ্রী।
কলকাতা: লোকসভা ভোটের আগে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে কোটি কোটি টাকা। সেই তালিকায় রয়েছে এই পশ্চিমবঙ্গও। বাজেয়াপ্ত হওয়া নগদ টাকা ও অন্যান্য সামগ্রীর তালিকায় দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম দশের মধ্যেই রয়েছে বাংলা। কমিশনের হিসেব অনুযায়ী, দেশের মধ্যে অষ্টম স্থানে বাংলা রয়েছে। গত ১ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে সর্ব মোট ২১৯ কোটি টাকার সামগ্রী। এর মধ্যে রয়েছে নগদ টাকা, মদের বোতল, মাদক দ্রব্য, সোনা-দানা ও বিলি করার সামগ্রী।
এর মধ্যে নগদে বাজেয়াপ্ত হয়েছে ১৩ কোটি টাকা। মাদক পাওয়া গিয়েছে ২৫ কোটি টাকার। সোনা-দানা বাজেয়াপ্ত হয়েছে ৩৩ কোটি টাকার। এর সঙ্গে বিলি করার সামগ্রী উদ্ধার হয়েছে ৯৬ কোটি টাকার। আর বাংলায় ভোটের মুখে দেদার মদের ফোয়ারা ছোটানোর চেষ্টাও চলেছে। মার্চ থেকে এপ্রিলের ১৩ তারিখের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোট ২০ লাখ লিটার মদ বাজেয়াপ্ত হয়েছে। যার বাজারমূল্য কমিশনের হিসেব অনুযায়ী ৫১ কোটি টাকারও বেশি।
উল্লেখ্য, সোমবারই নির্বাচন কমিশন থেকে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে ভোটের মুখে কোন রাজ্য থেকে কত টাকার মদ, নগদ অর্থ, মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে, সেই সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সেখানেই উঠে এসেছে মার্চের ১ তারিখ থেকে এপ্রিলের ১৩ তারিখের মধ্যে বাজেয়াপ্ত হওয়া এই বিপুল পরিমাণ মদ, নগদ টাকা, মাদক-সহ অন্যান্য সামগ্রীর হিসেব-নিকেশ।