Fire At Salt Lake: ফাল্গুনী মার্কেটের বস্তিতে আগুনের নেপথ্যে কোনও দূরভিসন্ধি? নমুনা সংগ্রহে ফরেনসিক টিম

Fire At Salt Lake: ফরেনসিক সাইন্স এন্ড ল্যাবরেটরির বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ করে নিয়ে যান। সোমবার বেলা ১২.২০মিনিটে ঘটনাস্থলে পৌঁছন ফরেনসিক বিশেষজ্ঞরা। ১.২০ মিনিট পর্যন্ত চলে নমুনা সংগ্রহের কাজ।

Fire At Salt Lake: ফাল্গুনী মার্কেটের বস্তিতে আগুনের নেপথ্যে কোনও দূরভিসন্ধি? নমুনা সংগ্রহে ফরেনসিক টিম
ফাল্গুনী মার্কেটে আগুন, ঘটনাস্থলে ফরেনসিক টিম
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 3:12 PM

কলকাতা: ফাল্গুনী বাজার সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে ফরেনসিক টিম। ফরেনসিক সাইন্স এন্ড ল্যাবরেটরির বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ করে নিয়ে যান। সোমবার বেলা ১২.২০মিনিটে ঘটনাস্থলে পৌঁছন ফরেনসিক বিশেষজ্ঞরা। ১.২০ মিনিট পর্যন্ত চলে নমুনা সংগ্রহের কাজ। এদিনও সেই বস্তিতে পা রাখলে ঢুকরে উঠছে বুক। সর্বস্ব হারানো পরিবারগুলো চেষ্টা করছেন শেষ সহায় সম্বল খোঁজার। রবিবারের আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা ঝুপড়ি। নিরাশ্রয় আশিটি পরিবার। আপাতত ৩৮ নং ওয়ার্ডের কমিউনিটি হলেই ঠাঁই হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

গতকাল রাতে দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকালেও এলাকায় হাহাকার। দুটি ইঞ্জিন সকালে পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনে। চারদিকে পোড়া আধপোড়া অবস্থায় ছড়িয়ে দরকারি জিনিসপত্র। সে গুলোকেই আকড়ে ধরে রাখার চেষ্টা করছেন সবহারারা। চোখেমুখে এখনও তাঁদের আতঙ্ক। এখনও কাটেনি পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আতঙ্ক। রাতেই দুর্ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তবে কবে পুনর্বাসনের ব্যবস্থা হবে, চিন্তায় অসহায় মুখগুলো।

রবিবার রাতে হঠাৎই আগুন লেগে যায় সল্টলেকের ফাল্গুনী মার্কেটের পিছনের বস্তিতে। এমনিতেই ঘিঞ্জি এলাকা, তারপর ওই এলাকায় মজুত ছিল প্রচুর গ্যাস সিলিন্ডার। দমকল বাহিনীর অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই আগুন লেগেছে। তবে এর পিছনে অন্য কোনও কারণও থাকতে পারে। ৮০ টি পরিবারের বাস সেখানে। এই আগুনের নেপথ্যে কোনও অভিসন্ধি রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত নমুনা সংগ্রহ করেছে। সেই রিপোর্টের ওপরেই নির্ভর করছে অনেক কিছু।